নকল রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি প্রস্তুতকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ১৪ কোটি ৭৬ লাখ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প উদ্ধার করা হয়। একইসঙ্গে জাল স্ট্যাম্প তৈরির ৪০ লাখ টাকার সরঞ্জাম জব্দ করা হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান।
এর আগে সোমবার (২৮ অক্টোবর) রাতে রাজধানীর ফকিরাপুলের আদেলমিয়া গলিতে থাকা একটি প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে আলিম শেখ, হাজেরা বেগম, জাকির হোসেন জীন ও মাসুদ রানা নামের চারজনকে গ্রেপ্তার করা হয়।
তালেবুর রহমান বলেন, রিপন মোল্লা নামে এক ব্যক্তি ওই প্রিন্টিং প্রেসের মালিক। অভিযানের সময় মালিককে পাওয়া যায়নি। আলিম শেখ নামে একজনকে পাওয়া যায়। পরে তার তথ্যের ভিত্তিতে এসব নকল স্ট্যাম্প উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ করা হলে তিনি এই চক্রের আরও কয়েকজনের তথ্য দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে, বিজয় সড়ক এলাকায় এবং সাভারে আরও একটি প্রিন্টিং প্রেস রয়েছে তাদের। এসব প্রিন্টিং কারখানায় তাদের তৈরি নকল রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি এবং রিভিউ টিকিট মজুদ রয়েছে। তারা সেগুলো এসব কারখানায় তৈরি করেন।
তালেবুর রহমান আরও বলেন, আলিম শেখের দেওয়া তথ্যে প্রথমে বিজয় সরণি এলাকার তাদের একটি দোকানে এবং পরে মিরপুরের মধুবাগপাড়া এলাকায় রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এ চক্রের হোতা মোছা. হাজেরা বেগম এবং জাকির হোসেন জীবনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে নকল স্ট্যাম্প ও অর্থ জব্দ করা হয়। একই সময়ে ডিবির আরেকটি টিম সাভারের রাজফুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মো. মাসুদ রানা নামে আরও একজনকে গ্রেপ্তার করে। এ চক্রের অনেক সদস্য। গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সরাসরি এসব করছে এবং এই ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় রিপন মোল্লা নামে একজন পলাতক রয়েছেন। তাদের কাছ থেকে সাড়ে ৩৩ হাজার নকল স্ট্যাম্প উদ্ধার করেছে ডিবি।