Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ ভোর ৫:৫৮

খুলনায় জাহিদ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

দিগন্ত নিউজঃ
অক্টোবর ২৮, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা নগরের খালিশপুরে আলোচিত জাহিদ হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্ন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুয়েল রানা এ রায় ঘোষণা করেন।

এছাড়া মামলায় ৭ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মোহাম্মদ ছায়েদুল হক শাহিন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসা‌মিরা হলেন- মো. আনছার ফারাজী, নশু ফারাজী, রিয়াজ, না‌দিম ও জব্বার।

মামলার এজাহার সূত্রে জানা‌ গে‌ছে, খা‌লিশপুর হাউজিং স্ট্রেট এলাকার বা‌সিন্দা সা‌ব্বির হোসেনের বড় ছেলে জাবেদের এলাকার ক‌তিপয় দুষ্কৃতিকারীর সঙ্গে পূর্ব বিরোধ ছিল। ২০১৬ সালের ১৩ ডিসেম্বর তি‌নি বাসা থেকে চিত্রালী বাজারের উদ্দেশ্যে বের হন। প‌থিমধ্যে বঙ্গবাসী মোড় জনৈক জাহাঙ্গীরের চালের দোকানের সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর আক্রমণ করে। এ ঘটনায় তি‌নি গুরুতর আহত হন। আক্রমণের ঘটনা জানতে পে‌রে জাবেদের দুইভাই মো. সুমন ও জা‌হিদ ঘটনাস্থলে পৌঁছান। এ সময় মামলার আমা‌সি আব্বাস আনছা‌রি ও জব্বার জাবেদের ছোটভাই মো. সুমনকে জাপটে ধরে এবং সন্ত্রাসীরা তার মেজো ভাই জা‌হিদকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। পরবর্তীতে জা‌হিদ চিৎকার করতে থাকলে ঘটনাস্থলে এলাকাবাসী আসলে সন্ত্রাসীরা পা‌লিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চি‌কিৎসার জন্য খুলনা মে‌ডিকেল কলেজ হাসপাতালে নিলে চি‌কিৎসক জা‌হিদকে মৃত ঘোষণা করেন।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন