Dianta-News-PNG
ঢাকা বুধবার- ১৮ই জুন ২০২৫, ৪ঠা আষাঢ় ১৪৩২, ২১শে জিলহজ ১৪৪৬ ভোর ৫:৩৮
 

সাদ্দাম-ইনান ও ২২ ছাত্রলীগ নেত্রীর নামে মামলা

দিগন্ত নিউজঃ
অক্টোবর ২৭, ২০২৪ ১০:১৮ অপরাহ্ণ
  • সাদ্দাম-ইনান ও ২২ ছাত্রলীগ নেত্রীর নামে মামলা

    ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান | ছবি: সংগৃহীত

Link Copied!

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন সদ্য নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের (ছাত্রলীগ) কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারিসহ ৩৭০ থেকে ৪২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরমান হোসেন রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন।

মামলায় মোট ২২০ জনের নাম উল্লেখ করা হয়েছে, এবং বাকিদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই মামলায় ২২ জন ছাত্রলীগ নেত্রীর নাম অন্তর্ভুক্ত রয়েছে।

মামলার বাদী আরমান হোসেন জানান, এর আগে ২৫ অক্টোবর (শুক্রবার) শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছিল। ওই মামলায় সবার নাম না আসায় এবং যাবতীয় পর্যবেক্ষণ শেষে নতুন করে এই মামলাটি করা হয়েছে।

তিনি আরও জানান, আজকের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ২২ জন নেত্রীর নাম উল্লেখ করা হয়েছে, যারা ১৫ জুলাই এবং এর আগে-পরে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনে বাধা দেওয়ার জন্য নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেছেন।

এই মামলাটি শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের অধিকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা বিশ্ববিদ্যালয় এবং ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করছে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন