Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২৬শে জানুয়ারি ২০২৫, ১২ই মাঘ ১৪৩১, ২৫শে রজব ১৪৪৬ সকাল ৬:৪৩

সবাইকে বিভেদ ভুলে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

দিগন্ত নিউজঃ
অক্টোবর ২৭, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতি গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, সেটি যদি নষ্ট হয়, তাহলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। তিনি দেশের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

রোববার (২৭ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনি পর্ষদ গঠন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতি গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, “এই সুযোগ নষ্ট হলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। তাই সকলের জন্য এটি অত্যন্ত জরুরি।”

নানা প্রতিকূলতা সত্ত্বেও সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে তিনি ভবিষ্যতে এ ধারাকে বজায় রাখার আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন যে, নৌ বাহিনী ও বিমান বাহিনী জাতির অগ্রযাত্রায় বরাবরের মতো দক্ষতার সঙ্গে জনগণের পাশে থাকবে।

সশস্ত্র বাহিনীকে উদ্দেশ্য করে ড. ইউনূস বলেন, “সম্প্রতি নানা প্রতিকূলতার মধ্যেও আপনারা যেভাবে অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন, তা প্রকৃতপক্ষে পেশাদারিত্বের একটি উদাহরণ। আমি দৃঢ় বিশ্বাস রাখি, ভবিষ্যতেও এ পেশাদারিত্ব বজায় থাকবে।”

এই অনুষ্ঠানের মাধ্যমে দুই বাহিনীর পর্ষদ গঠন করা হয়। প্রধান উপদেষ্টা আশা করেন, জাতির এই অগ্রযাত্রায় নৌবাহিনী ও বিমান বাহিনী জনগণের পাশে থাকবে।

তিনি বলেন, “যেমন সহযোগিতা আপনাদের বীগত দিনে পেয়েছে, তেমনই ভবিষ্যতেও জনগণ তা পাবেন। তাই দক্ষ নেতৃত্ব দিতে এবারের পরিচালনা পর্ষদকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে।”

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST