Dianta-News-PNG
ঢাকা রবিবার- ১৯শে জানুয়ারি ২০২৫, ৫ই মাঘ ১৪৩১, ১৮ই রজব ১৪৪৬ সকাল ৮:২২

রাষ্ট্রপতি ইস্যুতে কোনো হঠকারি সিদ্ধান্ত নয়ঃ মির্জা ফখরুল

দিগন্ত নিউজঃ
অক্টোবর ২৭, ২০২৪ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপতি ইস্যুতে কোনো হঠকারি সিদ্ধান্ত নেয়া যাবে না জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এ বিষয়ে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে চায় বিএনপি।

রোববার (২৭ অক্টোবর) যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন কেন্দ্রীক সংস্কার করে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। অভ্যুত্থানের ফসল যাতে নষ্ট না হয় সেজন্য জাতীয় ঐক্য প্রয়োজন।

আরও পড়ুন—    জাতিসংঘে ‘গণঅভ্যুত্থানের বীরত্বগাথা’ তুলে ধরবেন ড. ইউনূস

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির বিষয়ে দলীয় ফোরামে আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গতকাল শনিবার মির্জা ফখরুলসহ দলটির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

এ সময় রাষ্ট্রপতি অপসারণসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানান, বিএনপি আমাদের কথা শুনেছে। দলীয় ফোরামে আলোচনার পর দলটি তাদের সিদ্ধান্ত জানাবে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST