Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২, ২৬শে শাওয়াল ১৪৪৬ রাত ৯:১৩

ট্রাক-সিএনজির সংঘর্ষে মুহূর্তেই ঝরে গেল ৬ জনের প্রাণ

দিগন্ত নিউজঃ
অক্টোবর ২৬, ২০২৪ ২:২৯ অপরাহ্ণ
  • নরসিংদীতে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৬

    ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি চালিত অটোরিকশা। ছবি : সংগৃহীত

Link Copied!

নরসিংদীর শিবপুরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার মনোহরদী-শিবপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কের শিবপুর পচাঁরবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিবপুর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি পাঁচজন যাত্রী নিয়ে মনোহরদীর দিকে যাচ্ছিলো। সিএনজিটি শিবপুর উপজেলার পঁচারবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিটি ধুমরে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ পাঁচ যাত্রীর মৃত্যু হয়। তাদের মধ্যে একজন নারী রয়েছেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, পঁচারবাড়ি এলাকায় দুর্ঘটনায় সিএনজিচালকসহ ৫ যাত্রীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের কারো নাম পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে বিস্তারিত জানাবো।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন