Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ ভোর ৫:৩৩

‘দুই সন্তান’ নিয়ে জন্মদিনের কেক কাটলেন পরীমনি

দিগন্ত নিউজঃ
অক্টোবর ২৪, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঢালিউড অভিনেত্রী পরীমনির আজ জন্মদিন। জীবনের ৩২ বসন্ত পার করে ৩৩-এ পা দিলেন এ অভিনেত্রী। প্রতিবারেই জন্মদিন নিয়ে বড় আয়োজনের পরিকল্পনা সাজিয়ে রাখেন পরীমনি। কিন্তু এবারের জন্মদিনটি সাদামাটাভাবেই পালন করলেন তিনি। প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের কারণে বারবার হয়েছেন সংবাদের শিরোনাম। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই দুই সন্তানকে নিয়েই সময় কাটছে তার।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আলোচিত এই নায়িকার জন্মদিন। দেখতে দেখতে ৩২ বছরে পা দিলেন তিনি। এই বিশেষ দিনটি ঘিরে প্রতিবছর বেশ জমকালো আয়োজন থাকে, তবে গেল দুই বছর ধরে জন্মদিন ঘিরে কোনো বিশেষ আয়োজন নেই তার। আর এর নেপথ্যে তার নানা শামসুল হক গাজী।

গত বছর নানার মৃত্যু হয়। নানাই তার সব। আজ নানা নেই, তাই পরীর জন্মদিনে আনন্দ আর চাকচিক্যের দেখা নেই। সাদামাটা জন্মদিন পালন। তাই কিছু কাছের মানুষ আর দুই সন্তানকে নিয়েই জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটলেন অভিনেত্রী।

তবে শুধু দুই সন্তান ও কাছের মানুষই নয়, পরীর জন্মদিনের সঙ্গী ছিলেন তার এক কোটি ৬০ লাখ ভক্ত। যারা অভিনেত্রীকে ফেসবুকে অনুসরণ করেন। তাদের জন্য একটি স্পেশাল কেক রেখেছিলেন পরীমনি। ভক্তদের নিজের জন্মদিনের কেক কাটার মুহূর্তের সাক্ষী করতে ফেসবুক লাইভে এসে পরী বলেন, আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ। আমার জন্মদিন পালন করার কোনো পরিকল্পনাই ছিল না। কারণ আমার নানা ভাই ছাড়া আমি বড্ড একা। প্রতিবছর নানা ভাইয়ের হাত ধরেই কেক কাটতাম। কিন্তু নানু ভাই তো এখন আর নেই। ভেবেছিলাম, জন্মদিনে যান্ত্রিক এই শহর থেকে দূরে কোথাও গিয়ে নিজের মতো সময় কাটাব। কিন্তু আমার কাছের প্রিয় কিছু মানুষ আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর তাই আমিও চাই এই বিশেষ মুহূর্তটি আমার দুই সন্তান ও এক কোটি ৬০ লাখ ভক্তকে নিয়েই কেক কাটতে।

এদিকে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন পরীমনি। অনম বিশ্বাস পরিচালিত ‘রঙিলা কিতাব’ নামের সিরিজটি আগামী ৮ নভেম্বর উন্মুক্ত হতে যাচ্ছে। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি ও মোস্তাফিজুর নুর ইমরান। এ ছাড়া শিগগিরই ‘ফেলুবক্সী’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রীর।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন