দেশে ফিরে বিদায়ী টেস্ট খেলার সুযোগ দেয়ার দাবিতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বাহিরে সাকিবের নাম ধরে স্লোগান দিতেই সাকিব ভক্তদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সাকিবভক্ত আহতও হয়েছেন। তবে সাকিব ভক্তদের ওপর কারা হামলা করেছে তা জানা যায়নি।
রোববার (২০ অক্টোবর) দুপুরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা দলের অনুশীলন চলাকালীন এ ঘটনা ঘটে।
সাকিবকে দেশে ফিরিয়ে শেষ টেস্ট খেলার সুযোগ দেওয়ার দাবিতে শ’খানেক ভক্ত তখন সেখানে অবস্থান নেন।
অবস্থানকালে তারা ‘তুমি কে, আমি কে, সাকিবিয়ান, সাকিবিয়ান।’ ‘কানপুর না মিরপুর, মিরপুর, মিরপুর’সহ নানা স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, সাকিব দেশের হয়ে অনেক সম্মান বয়ে এনেছেন। তাকে তাই দেশের মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ দেওয়া হোক।
আরও পড়ুন— সড়ক দুর্ঘটনায় ৯ মাসে নিহত ৫৪৮৫
সাকিবের দেশের মাটিতে শেষ টেস্ট খেলা ঠেকাতে কিছুদিন ধরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন সাকিববিরোধীরা। পাশাপাশি ‘সাকিবিয়ান’ ব্যানারে একদল সাকিব সমর্থক বিক্ষোভ করছেন সাকিবকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সুযোগ দেয়ার দাবিতে।
আগামীকাল থেকে শুরু মিরপুর টেস্টের আগে আজও স্টেডিয়ামের সামনে সাকিব আল হাসানের পক্ষে বিভিন্ন বক্তব্য লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন সাকিবভক্তরা।
বেলা দুইটার দিকে শেরেবাংলা স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণভাবেই নিজেদের দাবি জানিয়ে স্লোগান দিচ্ছিলেন তারা। সাকিবকে মিরপুর টেস্টে খেলার সুযোগ না দিলে বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগেরও দাবি করে তারা।
এ সময় আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকলেও সাকিবিয়ানদের শান্তিপূর্ণ অবস্থানে তারা কোনো বাধা দেননি। সাকিবিয়ানরা নিজেদের দাবিদাওয়া নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেন। কিন্তু বেলা ৩টার দিকে আচমকা সাকিবিয়ানদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করেন সাকিববিরোধী একদল তরুণ। এ সময় বেশ কয়েকজন সাকিবভক্তকে মারধর করেন তারা।
হঠাৎ আক্রমণে এলোমেলো হয়ে পড়েন সাকিবের সমর্থনে আসা ভক্তরা। তারা দৌঁড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। ঘটনার খুব কাছে থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তখনো ছিলেন দর্শকের ভূমিকায়। তবে সাকিবভক্তরা একটু পর সংগঠিত হয়ে আবার স্টেডিয়ামের সামনে ফিরে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনার পর স্টেডিয়ামের বাইরে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এর আগে ভারত সফরে কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দেন সাকিব। তিনি জানান নিরাপত্তা দিলে শেষ টেস্টটা খেলতে চান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে। বিসিবি সভাপতি শুরুতে নিরাপত্তার আশ্বাস না দিলেও পরে সাকিবকে দেশে আনার প্রক্রিয়া শুরু করেন। সাকিবকে রেখেই ঘোষিত হয় প্রথম টেস্টের দল। যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে রওয়ানাও দেন সাকিব। কিন্তু দুবাই আসার পর সরকারের পক্ষ থেকে তাকে দেশে ফিরতে বারণ করা হয়।
ওইদিনই সাকিবের বিরুদ্ধে কর্মসূচি পালন করেন একদল। তারা সাকিবের শাস্তিও দাবি করেন। সাকিবের দেশে ফেরা বাতিল হয়ে গেলে আবার আন্দোলনে নামেন সাকিব ভক্তরা। সাকিবকে দেশে ফেরানোর দাবিতে গত দুদিন ধরে বিক্ষোভ চালাচ্ছিলেন তারা।
