Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ সকাল ৭:০৭

৩৬ বছর পর ভারতের মাটিতে নিউজিল্যান্ডের টেস্ট জয়

দিগন্ত নিউজঃ
অক্টোবর ২০, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্য মাত্র ১০৭ রান। বেঙ্গালুরু টেস্টের পঞ্চম দিন সকালে নিউজিল্যান্ডের জন্য এটাকেই যেন অনেক দূরের পথ মনে হচ্ছিল। এর কারণটা আসলে যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিং।

দুই পেসার মিলে টেস্টের শেষ দিনের সকালে যে বোলিং করেছেন, তাঁদের ডেলিভারিগুলোকে তোপ দাগা বলাই যায়! শেষ পর্যন্ত অবশ্য এই বিধ্বংসী বোলিংয়ের সঙ্গে লড়ে কিউইরা সহজ জয়ই পেয়েছে। ভারতকে হারিয়েছে ৮ উইকেটে।

৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে “দাপুটে” জয় পেয়েছে নিউজিল্যান্ড। সাধারণত ভারতের মাটিতে পাত্তা পায় না সফরকারী দলগুলো। সেখানে বেঙ্গালুরুতে প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পেলো কিউইরা। সর্বশেষ ভারতের মাটিতে দলটি টেস্ট জিতেছিল ১৯৮৮ সাল।

আরও পড়ুন—    ময়মনসিংহে পানিবন্দি দেড় লাখ মানুষ, বন্ধ রান্নাবান্না

রবীন্দ্র জাদেজার শর্ট বল ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে কাট করলেন উইল ইয়াং। বল সীমানা ছাড়িয়ে গেলো, নিউজিল্যান্ড গড়লো ইতিহাস। ড্রেসিংরুম ও ডাগআউট থেকে করতালি দিয়ে এই উপলক্ষ উদযাপন করলেন খেলোয়াড় ও কোচিং স্টাফরা। ক্রিজে আনন্দে ভাসলেন ইয়াং ও রাচিন রবীন্দ্র।

বেঙ্গালুরু টেস্টের শেষ দিন ছোট লক্ষে নেমেছিল নিউজিল্যান্ড। ১০৭ রান তারা করে খেলতে নেমে শুরুতেই যশপ্রীত বুমরা তাদের সেই শুরুটা কঠিন করে দেন। ওপেনিংয়ে নেমে দিনের দ্বিতীয় বলেই টম ল্যাথাম ডাক মারেন। ডেভন কনওয়ে বেশিদূর যেতে পারেননি। দলীয় ৩৫ রানে তাকে ফেরান বুমরা। ১৭ রান করেন কনওয়ে। বাকি পথ পাড়ি দিয়েছেন ইয়াং ও রাচিন। দুজনের ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে নিউজিল্যান্ড ২ উইকেটে করে ১১০ রান।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন