Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২, ৮ মহর্‌রম ১৪৪৭ রাত ৮:৫৭
 

৫ মিনিটের হঠাৎ ঝড়ে লন্ডভন্ড পুরো এলাকা

দিগন্ত নিউজঃ
অক্টোবর ১৯, ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের হোসেনপুরে ৫ মিনিটের আকস্মিক ঝোড়ো বাতাস ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়েছে জিনারী ইউনিয়নের অধিকাংশ এলাকা।

গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) দিন গত রাতে হঠাৎ শিলাবৃষ্টিসহ ঝোড়ো বাতাস আঘাত হানে ওই অঞ্চলে।

স্থানীয়রা জানিয়েছেন, হোসেনপুর উপজেলার উত্তর দিকের জিনারী ইউনিয়ন ও সিদলা ইউনিয়নের কিছু এলাকায় শুক্রবার রাতে হঠাৎ ঝোড়ো বাতাস শুরু হয়, সেই সঙ্গে শিলাবৃষ্টির তাণ্ডব। এতে উপড়ে যায় অনেক গাছপালা। বৈদ্যুতিক তার ছিঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। সেই সঙ্গে আমন ধানেরও ক্ষতি হয়েছে। রাস্তায় গাছ পড়ে বিভিন্ন ব্যাহত হচ্ছে যান চলাচল।

আরও পড়ুন—    জুলাই-আগস্টে সক্রিয় আন্দোলনকারীদের গ্রেপ্তার-হয়রানি না করতে সরকারের নির্দেশ

এ ঝড়ে গাবরগাঁও, হলিমা, ডাকরীয়া, নামা জিনারী, বেলতলা, টেকাপাড়াসহ কয়েকটি গ্রামেগঞ্জে লাখ টাকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

নামা জিনারীর বাসিন্দা আজিজুল জানান, রাত ৭টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ প্রচণ্ড বাতাসের সঙ্গে শিলা বৃষ্টি শুরু হয়। চোখের সামনে গাছপালা ও বাড়িঘর ভাঙতে থাকে। গ্রামের অনেকের ঘরবাড়ি ভেঙে গেছে। অনেকের আমন ধানের ক্ষতি হয়েছে।

হোসেনপুর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মাসুদ রানা বলেন, ‘জিনারী ইউনিয়নের বিভিন্ন জায়গায় রাতে ঝড়ের কারণে পোল ভেঙে যায় ও লাইনের ওপরে গাছপালা পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। আমাদের লোকজন লাইন সচল করার চেষ্টা করছে।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মণ্ডল বলেন, ‘রাতের আকস্মিক ঝড়ে জিনারী ইউনিয়নে ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হবে। ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ঢেউটিন সহায়তা দেওয়া হবে।’

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন