Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২৬শে জানুয়ারি ২০২৫, ১২ই মাঘ ১৪৩১, ২৫শে রজব ১৪৪৬ সকাল ৭:১৯

ইসরায়েল হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করল যেভাবে

দিগন্ত নিউজঃ
অক্টোবর ১৮, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হন হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া। তারপর, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি নতুন প্রধান হিসেবে নির্বাচিত করে ইয়াহিয়া সিনওয়ারকে। ইসরায়েলি হামলায় গতকাল বৃহস্পতিবার নিহত হন সিনওয়ারও।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইসরায়েলি সশস্ত্রবাহিনী জানিয়েছে, তারা সিনওয়ারকে হত্যার জন্য গাজায় ‘ঘর থেকে ঘরে’ তাঁকে ট্র্যাক করেছে এবং অবশেষে এক ভয়াবহ বন্দুকযুদ্ধ শেষে তাঁকে হত্যা করেছে। সিনওয়ার যথাসাধ্য চেষ্টা করেছেন ইসরায়েলি বাহিনীকে ফাঁকি দিতে। তবে সেই চেষ্টার একপর্যায়ে হার মানতে হয় তাঁকে।

ইসমাইল হানিয়ার পর ইয়াহিয়া সিনওয়ারই হামাসের অন্যতম শীর্ষ নেতা যাকে হত্যা করল ইসরায়েল। দেশটির দাবি, এই সিনওয়ারই গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছিল হামাস তার মূল পরিকল্পনাকারী। তাঁর সরাসরি তত্ত্বাবধানে এই হামলা অনুষ্ঠিত হয়।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, ‘গতকাল (বুধবার) ১৬ অক্টোবর এক বছর ধরে গাজা উপত্যকায় অনুসরণের পর ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) দক্ষিণ কমান্ডের সেনারা এক অভিযানে সন্ত্রাসবাদী সংগঠন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করেছে।’

আরও পড়ুন—    ১৩ ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিয়েছে হামাস

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গত এক বছর ধরে আইডিএফ এবং আইএসএ—এর (অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত) পরিচালিত কয়েক ডজন অভিযান ও সাম্প্রতিক সপ্তাহগুলোতে, যেখানে তাঁকে হত্যা করা হয়েছে—সেখানে সিনওয়ারের অপারেশনাল কার্যক্রমকে সীমাবদ্ধ করা হয়েছিল। কারণ, তাঁকে আমাদের বাহিনী অনুসরণ করছিল নিয়মিত এবং অবশেষে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।’

আইডিএফের বিবৃতিতে আরও বলা হয়, ‘গাজার এই অঞ্চলে (যেখানে সিনওয়ারকে হত্যা করা হয়) ইসরায়েলি সশস্ত্রবাহিনীর ৮২৮ তম ব্রিগেডের (বিসলাচ) সৈন্যরা তিনজন সন্ত্রাসীকে চিহ্নিত করে হত্যা করে। দেহ শনাক্তকরণ প্রক্রিয়া শেষ হওয়ার পর নিশ্চিত হাওয়া যায় যে ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করা হয়েছে।’

পরে পৃথক এক বিবৃতিতে ইসরায়েলি সশস্ত্রবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেন, রাফাহ জেলায় ইয়াহিয়া সিনওয়ার ও আরও দুই যোদ্ধাকে শনাক্ত করার পর হত্যা করা হয়েছে। হ্যাগারি বলেন, ‘এই তিনজন আশ্রয়ের জন্য এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাচ্ছিলেন। আমাদের সেনাদের তাদের অনুসরণ করে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে যেতে বাধ্য করে।’

হ্যাগারি আরও বলেন, ‘সিনওয়ার একা পালিয়ে যান একটি বিল্ডিংয়ে। সেখানে আমাদের বাহিনী একটি ড্রোন দিয়ে পুরো এলাকা স্ক্যান করেছিল—যা আপনি এই ছবিতে দেখতে পাচ্ছেন। আমাদের ছোড়া গুলিতে ইয়াহিয়া সিনওয়ারের একটি হাত আহত করেছিলেন। তিনি ড্রোনটির দিকে একটি ডাল ছুড়ে মেরেছিলেন।’

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST