দেশে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃত্যুর সংখ্য গিয়ে দাড়ালো ২৩৪-শে। আর চলতি সপ্তাহেই ২৪ ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
সবশেষ ২৪ ঘণ্টায় ১১০০ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার একজন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন মৃত আটজনের মধ্যে সাতজনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ ছাড়া একজন চট্টগ্রামের।
আরও পড়ুন— জরিপের ফল প্রকাশ; সুন্দরবনে ১১টি বাঘ বেড়ে ১২৫
বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বছরে মৃত্যুর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালে ১৭০৫ জন এবং ২০২২ সালে ২৮১ জনের প্রাণ নিয়েছিল ডেঙ্গু।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ২২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৪৩ হাজার ২৮ জন রোগী। বর্তমানের দেশের বিভিন্ন হাসপাতালে চার হাজার ২২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ২৬ হাজার ৯৯৫ জন ঢাকার বাইরের রোগী। রাজধানী ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৫৫ জন।
গত সেপ্টেম্বর মাসে ১৮ হাজার ৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন, মৃত্যু হয় ৮০ জনের। আক্রান্ত ও মৃত্যুর দুটি সংখ্যাই এ বছরের সর্বোচ্চ।
অক্টোবরের প্রথম ১৭ দিনে ১৬ হাজার ১১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৭১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।