Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ সকাল ৬:২৬

কার্বন ডাই-অক্সাইড থেকে পচনশীল প্লাস্টিক তৈরি করছে ফিনিশ কোম্পানি

ইউএনবিঃ
অক্টোবর ১৭, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ
  • কার্বন ডাই-অক্সাইড থেকে পচনশীল প্লাস্টিক তৈরি করছে ফিনিশ কোম্পানি

    প্রতীকী ছবি

Link Copied!
ফিনল্যান্ডের জ্বালানি কোম্পানি ফোর্টাম বর্জ্য পোড়ানোর সময় নির্গত কার্বন ডাই-অক্সাইড (CO2) থেকে পচনশীল প্লাস্টিক উৎপাদনে সফল হয়েছে। যা পরিবেশগত স্থায়িত্ব এবং শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করেছে।মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই সাফল্যের ঘোষণা দিয়েছে।এই উদ্ভাবনকে একটি যুগান্তকারী সাফল্য হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি প্রথমবারের মতো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কার্বন ডাই-অক্সাইড নির্গমনের মাধ্যমে সম্পূর্ণরূপে পচনশীল প্লাস্টিক উৎপাদনের পথ খুলে দিয়েছে এবং সফলতাও পেয়েছে। এতে করে জৈব উপকরণের উপর নির্ভরতা কমবে এবং বৃত্তাকার অর্থনীতির সম্ভাবনা নতুনভাবে বাস্তবায়িত হবে। বৃত্তাকার অর্থনীতি এমন একটি ধারণা, যেখানে পণ্য ও উপকরণের পুনঃব্যবহার এবং পুনঃপ্রক্রিয়াকরণে গুরুত্ব দেওয়া হয়, যা পরিবেশের ওপর চাপ কমাতে সহায়ক।

আরও পড়ুন—    ডঃ ইউনুস এর যমুনা এখন বোতলমুক্ত !

সংস্থাটির দেওয়া তথ্যানুযায়ী, এই কার্বন-ভিত্তিক প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য হবে এবং প্রচলিত প্লাস্টিকের মতোই ব্যবহার করা যাবে। তবে একটি বড় পার্থক্য হলো, এই প্লাস্টিক প্রকৃতির সংস্পর্শে এসে ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিকে পরিণত হবে না। পরিবর্তে এটি পরিবেশে সম্পূর্ণরূপে মিশে যাবে, যা দীর্ঘমেয়াদে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে এক বিশাল অগ্রগতি।

এই পচনশীল প্লাস্টিকের সম্ভাব্য ব্যবহার সম্পর্কে ফোর্টাম জানিয়েছে, এটি খাদ্য ও প্রসাধনী প্যাকেজিং, খেলনা এবং ইলেকট্রনিক্স খাতে কার্যকরভাবে প্রয়োগ করা যাবে। এটি বহুমুখী এবং প্রায় সব ধরনের শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা প্লাস্টিক দূষণ হ্রাসে সহায়ক হবে।

ফোর্টাম আরও জানিয়েছে যে, তাদের “কার্বন ডাই-অক্সাইড থেকে উৎপন্ন প্লাস্টিকের” এই নতুন ব্র্যান্ডের প্লাস্টিক আগামী মাসে ইউরোপে আত্মপ্রকাশ করবে। এরপর এ দশকের শেষের দিকে এটি বড় পরিসরে শিল্প উৎপাদনের জন্য ব্যবহৃত হবে।

এ ধরনের উদ্ভাবন কার্বন নির্গমন হ্রাস ও প্লাস্টিক বর্জ্যের সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। ফিনল্যান্ডের এই সাফল্য জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশের সুরক্ষায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন