Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২৬শে জানুয়ারি ২০২৫, ১২ই মাঘ ১৪৩১, ২৫শে রজব ১৪৪৬ সন্ধ্যা ৬:৪৪

সাকিবের আপাতত দেশে ফেরা হচ্ছে না

দিগন্ত নিউজঃ
অক্টোবর ১৭, ২০২৪ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঘরের মাটিতে দেশের মানুষের সামনে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে আজ রাতে দেশে ফেরার কথা ছিলো সাকিব আল হাসানের। তবে নানান নাটকীয়তার পর তার ফেরা আটকে গেছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তারকা এই অলরাউন্ডার আপাতত আর দেশে আসছেন না। ফলে ঘরের মাঠ থেকে তার বিদায়ী টেস্ট খেলা হচ্ছে না।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ অক্টোবর শুরু প্রথম টেস্টের দল ঘোষণা হয়েছে কাল। টাইগার অলরাউন্ডারের আগ্রহে তাকে নিয়েই মিরপুর টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ টেস্ট খেলতে আমেরিকা থেকে দেশের উদ্দেশে নির্ধারিত সময়ে রওনাও করেছিলেন সাকিব। কিন্তু শেষ পর্যন্ত তিনি সময়মতো ঢাকায় আসতে পারবেন কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফ্লাইট শিডিউল অনুযায়ী সাকিবের ঢাকায় পৌঁছানোর কথা আজ রাতে।

আরও পড়ুন—    বাংলাদেশে ব্যবসা করতে চায় তুরস্কের নাইজেলা গ্রুপ

যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পথে সাকিব এখন দুবাইয়ে যাত্রাবিরতিতে আছেন। গতকাল দুবাইয়ে পৌঁছানোর পর তিনি বাংলাদেশ থেকে বার্তা পান ঢাকা থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত দেশে আসার বিমানে না চড়তে। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত যেন তিনি সেখানেই অবস্থান করেন। জানা গেছে, সরকারি পর্যায় থেকেই তাঁকে এই বার্তা দেওয়া হয়েছে।

গত মধ্যরাত থেকেই সাকিবের দেশে ফেরা নিয়ে তৈরি হয় সংশয়। সরকারের উচ্চ পর্যায় থেকে তাকে দেশে ফিরতে মানা করা হয় বলে জানা যায়। তবে যুক্তরাষ্ট্রে ফিরে না গিয়ে দুবাইতেই অপেক্ষা করতে বলা হয়। দুবাই থেকে বাংলাদেশ সময় আজ বিকেল ৫টার ঢাকামুখী ফ্লাইট ছিলো সাকিবের। অপেক্ষায় ছিলেন তিনিও। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সেই ফ্লাইট বাতিল করে দিয়েছেন তিনি।

নিরাপত্তার কথা ভেবেই সাবেক এই অধিনায়ককে দেশে ফিরতে না করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। যদিও আজ বিকেল নাগাদ এ ব্যাপারে বিস্তারিত ঘোষণা আসতে পারে বিসিবির তরফে। তবে আপাতত যা খবর, দেশে ফেরা হচ্ছে না সাকিবের। তাই এক অর্থে, কানপুরে ভারতের বিপক্ষে টেস্টই সাকিব আল হাসানের সাদা পোশাকে শেষ ম্যাচ।

জানা গিয়েছে, মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে বিগত কয়েকদিনের পরিস্থিতি সেইসঙ্গে অন্যান্য জটিলতার কারণেই এমন অবস্থায় দুবাইয়ে থামতে বলা হয়েছে তাকে।

আরও পড়ুন—    এশিয়ার যেসব দেশ দখলে নিতে চায় ইসরায়েল

এদিকে দুপুরের দিকে বিসিবির কয়েকজন পরিচালক ভার্চুয়াল সভায় বসেন। বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু বলেন, ‘এই সভায় কয়েকটি বিষয় নিয়ে আলাপ করেছি আমরা। সাকিবের নিরাপত্তা আমরা মাঠের ভেতর দিতে পারি। বাইরে তো আমাদের এখতিয়ার নাই। এটা আসতে হবে সরকারের উঁচু মহল থেকে।’

একটি সূত্রে জানা গেছে, এই সভা থেকে সাকিবের ফেরার ব্যাপারে ইতিবাচক কোন সিদ্ধান্তে আসা যায়নি। সাকিব নিরাপত্তা বিষয়ে নিশ্চিত হতে পারেননি।

দেশে না ফিরে এখন যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন দেশের ক্রিকেটের সর্বকালের সেরা তারকা।

উল্লেখ্য, গত ১০ই অক্টোবর মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন বেশকিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী। সেখানে তারা দুই নম্বর গেটে সাকিবের ছবি টানিয়ে জুতাপেটা করেন। পরে স্টেডিয়াম এলাকাজুড়ে সাকিব বিরোধী গ্রাফিতি আঁকেন তারা। মিরপুরবাসী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ভোট চুরির সঙ্গে সরাসরি জড়িত এবং স্বৈরাচারের দোসর সাকিব যে কি না দেশবাসীর ক্রান্তিলগ্নে বিদেশের মাটিতে আনন্দময় সময় কাটাচ্ছিল, সে আর কোনোদিন যেন বাংলাদেশের জার্সি না গায়ে দেয় এবং মিরপুর মাঠে না আসে।

সদ্য শেষ হওয়া ভারত সফরের কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব আল হাসান। সেখানেই বলে রেখেছিলেন, নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে মিরপুরে পর্যাপ্ত নিরাপত্তা পেলেই দেশে এসে শেষ টেস্ট খেলতে চান তিনি। এরপর শুধুই বাকি থাকবে ওয়ানডে ফরম্যাট। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দেশের মাঠে আর কোনো ওয়ানডের সুযোগ নেই সাকিবের।

সেই বিবেচনায় মিরপুর টেস্টই ছিল দেশের মাটি থেকে সাকিব আল হাসানের জন্য দেশের মানুষের সামনে থেকে ক্যারিয়ার শেষ করার সুযোগ। কিন্তু মিরপুরের সাম্প্রতিক পরিস্থিতি সাকিবকে ফিরতে দিচ্ছে না দেশে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন