Dianta-News-PNG
ঢাকা সোমবার- ২০শে জানুয়ারি ২০২৫, ৬ই মাঘ ১৪৩১, ১৯শে রজব ১৪৪৬ সন্ধ্যা ৭:২২

ঢাবি এলাকা ঘুরে বিপ্লবীদের গ্রাফিতি দেখলেন ড. ইউনূস

দিগন্ত নিউজঃ
অক্টোবর ১৬, ২০২৪ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

জুলাই ও আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে রাজধানী ঢাকা মহানগর জুড়ে গ্রাফিতি এঁকেছেন তরুণ বিপ্লবীরা। তাদের সেই গ্রাফিতি দেশে-বিদেশে ব্যাপক সাড়া ফেলে। এর একটি সংকলন পৌঁছে যায় জাতিসংঘেও। সেই গ্রাফিতি সরেজমিনে দেখতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে গণ-অভ্যুত্থানের সময় তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করেন ড. ইউনূস।

এ সময় তার সঙ্গে ছিলেন, আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম প্রমুখ।

আরও পড়ুন—    জুলাই-আগস্টে সক্রিয় আন্দোলনকারীদের গ্রেপ্তার-হয়রানি না করতে সরকারের নির্দেশ

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে গত ৫ আগস্ট। ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। শুরু থেকে প্রধান উপদেষ্টা দেয়ালে দেয়ালে শোভা পাওয়া গ্রাফিতির প্রশংসা করে আসছেন। তার নির্দেশেই এসবের একটি সংকলনও হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘দ্য আর্ট অফ ট্রায়াম্ফ’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেঁটে গণঅভ্যুত্থানের গ্রাফিতি দেখলেন ড. ইউনূস

গত মাসে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যান ড. ইউনূস। তিনি সঙ্গে করে সেই সংকলনটি নিয়ে যান, যা বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ গুরুত্ব ব্যক্তিদের উপহার হিসেবে দেন।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা সময়ে ক্ষমতায় এসেছে যখন দীর্ঘ স্বৈরশাসনে দেশের প্রতিষ্ঠানগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থা ভেঙে পড়েছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় লুটপাটে বিপর্যস্ত দেশের অর্থনীতিও। ভেঙে পড়া সেই প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও অর্থনীতিকে চাঙা করতে দিনরাত পরিশ্রম করতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেঁটে গণঅভ্যুত্থানের গ্রাফিতি দেখলেন ড. ইউনূস

দায়িত্বগ্রহণের দুই মাস শেষ হয়েছে এই সরকারের। এর মধ্যে ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে তারা। জাতিসংঘ অধিবেশনে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস জো বাইডেনসহ বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন।

বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি পুনর্গঠনে আশার আলো দেখাচ্ছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেঁটে গণঅভ্যুত্থানের গ্রাফিতি দেখলেন ড. ইউনূস

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST