Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২, ২৬শে শাওয়াল ১৪৪৬ রাত ১০:২৬

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৯৪

দিগন্ত নিউজঃ
অক্টোবর ১৬, ২০২৪ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

স্থানীয় অধিবাসীরা বিধ্বস্ত ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করতে গেলে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের জিগাওয়া রাজ্যে মঙ্গলবার দিনশেষে একটি জ্বালানি ট্যাংকার বিধ্বস্ত হয়ে এবং বিস্ফোরণ ঘটে অন্তত ৯৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জন।

চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে ট্যাংকারটি উল্টে পড়ে বিধ্বস্ত হয়। পুলিশের এক মুখপাত্র বুধবার এ খবর জানিয়েছেন।

আরও পড়ুন—    বিচারপতি গোলাম মর্তুজাকে প্রধান করে ট্রাইব্যুনাল গঠন

রাজধানী আবুজা থেকে প্রায় ৫৩০ কিলোমিটার উত্তরে তাউরা স্থানীয় সরকার এলাকার মাইজা শহরে এ ঘটনা ঘটে বলে ফোনে রয়টার্সকে জানান, জিগাওয়া রাজ্য পুলিশ কমান্ড এর মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম।

তিনি বলেন, স্থানীয় অধিবাসীরা হতাহত হয়েছে। তারা ট্যাংকার বিধ্বস্ত হওয়ার পর জ্বালানি সংগ্রহ করতে সেখানে জড়ো হয়েছিল। আর তখনই সেখানে বিস্ফোরণ ঘটে।

আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদেরকে বুধবার দিন শেষেই দাফন করা হবে বলে জানান অ্যাডাম।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় বেশির ভাগ রাস্তারই রক্ষণাবেক্ষণ ভালভাবে করা হয় না এবং বহু জায়গাতেই গর্ত আছে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং প্রতিবছরই বহু মানুষের প্রাণহানি হয়।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন