Dianta-News-PNG
ঢাকা রবিবার- ১৯শে জানুয়ারি ২০২৫, ৫ই মাঘ ১৪৩১, ১৮ই রজব ১৪৪৬ সকাল ১০:২৯

লরির চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী শিশুসহ নিহত ২

দিগন্ত নিউজঃ
অক্টোবর ১৬, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের বাঁশখালীতে গ্যাস বহনকারী লরির চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী শিশুসহ দুজন নিহত। এ সময় গুরুতর আহত হন আরও তিনজন।

বুধবার (১৬ অক্টোবর) আনুমানিক দুপুর আডাইটায় আনোয়ারা বাঁশখালী পিএবি প্রধান সড়কের সাধনপুর ইউনিয়নের বানীগ্রাম দমদমার (নতুন দীঘি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।রামদাস হাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন—    শোক দিবসের নামে হতো চাঁদাবাজি

নিহত হয়েছেন ওয়াসিফুর রহমান ও কক্সবাজারের কালমারচড়া ইউনিয়নের উত্তর নরবিনা ভাঙ্গার মুখ বড়ুয়াপাড়ার মালেয়েশিয়া প্রবাসী সৈকত বড়ুয়ার মেয়ে রশ্মি বড়ুয়া (৩)।

আহতরা হলেন মহেশখালী হুয়ানক ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক সদস্য গোলাম কুদ্দুস (৬৮), নিহত শিশুর মা প্রিয়ন্তি বড়ুয়া (২১), সিএনজিচালিত অটোরিকশাচালক জাবের (১৯)।

এসআই মো. শাখাওয়াত হোসেন বলেন, আমি ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাতে পারব।

 

 

 

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST