দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে চাওয়া সাকিব আল হাসানকে রেখেই সাজানো হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
বুধবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি দলে থাকা ক্রিকেটারদের নাম জানায়। নাজমুল হাসান শান্তর নেতৃত্বাধীন দলে আসেনি বড় পরিবর্তন। ভারতের মাটিতে টেস্ট সিরিজের স্কোয়াডে থাকা ১৬ জন ক্রিকেটারের ভেতর থেকেই গঠিত হয়েছে দল। বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ।
আরও পড়ুন— টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের
আগামি ২১ অক্টোবর রাজধানী ঢাকা মহানগরের মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টটি ২৯ অক্টোবর থেকে বন্দরনগর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে।
এদিকে, বুধবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সকাল ৯টার কিছু আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন প্রোটিয়ারা।
বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
