আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সিনিয়র সদস্য ও একাদশ জাতীয় সংসদের সাবেক উপনেতা ‘অগ্নিকন্যা’ হিসেবে খ্যাত বেগম মতিয়া চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবার সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন— বাংলাদেশে ব্যবসা করতে চায় তুরস্কের নাইজেলা গ্রুপ
পরিবারের এক সদস্য বলেন, মতিয়া চৌধুরী দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মাঝে তাকে বাসায় আনা হয়েছিল। কিন্তু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় আবার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
৯৪২ সালের ৩০ জুন পিরোজপুরে জন্মগ্রহণ করেন। মতিয়া চৌধুরী ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি রাজনীতির মাঠে অগ্নিকন্যা হিসেবে খ্যাত। ছাত্র রাজনীতি শেষে তিনি ন্যাপে যোগ দিয়েছিলেন।
১৯৭৯ সালে তিনি আওয়ামী লীগের যোগ দেন। তিনি দলটির কৃষি সম্পাদক হয়েছিলেন। বর্তমান তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। একাদশ জাতীয় সংসদে সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেলে জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত হন মতিয়া চৌধুরী। দ্বাদশ জাতীয় সংসদেও একই দায়িত্ব পালন করেন।