অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (১৩ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আরও পড়ুন— অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ অনুমোদন
সাক্ষাৎকালে সেনাবাহিনীর প্রধান কুশলাদি বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
প্রধান উপদেষ্টাও এ সময় সেনাবাহিনীর প্রধানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন বলে জানিয়েছে আইএসপিআর।
গত ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের মধ্যে এই ধরনের সৌজন্য নিয়মিত হয়ে আসছে। সবশেষ গত ১ অক্টোবর দুই জনের মধ্যে সাক্ষাৎ হয় দুজনের।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
দিগন্তনিউজ.কম
’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়
ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি-
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন
digantanewsdesk@gmail.com
ঠিকানায়।