Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ২৪শে জানুয়ারি ২০২৫, ১০ই মাঘ ১৪৩১, ২৩শে রজব ১৪৪৬ সকাল ৬:৫১

লেবাননে অবৈধ বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ

দিগন্ত নিউজঃ
অক্টোবর ১৩, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের দেশে ফিরতে হলে জরিমানা দিয়ে ফিরতে হবে। এদিকে অবৈধদের ফেরাতে লেবানন জেনারেল সিকিউরিটি অফিসের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে রোববার (১৩ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, লেবাননে থাকা অনিয়মিত প্রবাসী বাংলাদেশি কর্মীদের দেশে ফেরার জন্য সে দেশের জেনারেল সিকিউরিটি অফিস থেকে এক্সিট ভিসা সংগ্রহ করতে হবে। এর জন্য জরিমানা ও সার্ভিস চার্জ দিতে হবে, যা একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া।

দূতাবাস আরও জানায়, বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে জেনারেল সিকিউরিটি অফিসসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ চালিয়ে যাচ্ছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে লেবানন প্রবাসী অনিয়মিত কর্মীদের দেশে পাঠানোর বিষয়টি উপযুক্ত সময়ে দূতাবাসের ফেসবু‌ক পেজে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন—    হিজবুল্লাহর অতর্কিত হামলা, ২ ইসরায়েলি সেনা নিহত, আহত ১৮

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে স্বেচ্ছায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসী কর্মীদের মধ্যে যারা দূতাবাস নির্ধারিত ফরম পূরণ করে জমা দিয়েছেন, যারা দেশে ফিরতে আগ্রহী তাদের মধ্যে বিভিন্ন ধরনের নথি সমস্যায় রয়েছে।

যেমন :
ক. মেয়াদসহ মূল পাসপোর্ট আছে কিন্তু আকামার মেয়াদ নেই অথবা আকামা সংগ্রহ করেনি;
খ. মূল পাসপোর্ট আছে কিন্তু মেয়াদোত্তীর্ণ;
গ. মূল পাসপোর্ট নেই, শুধু ফটোকপি আছে;
ঘ. শুধু বিএমইটি বা ম্যান পাওয়ার কার্ড আছে এবং
ঙ. পাসপোর্ট বা আকামা বা বিএমইটি বা ম্যান পাওয়ার কার্ড নেই, শুধু জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ আছে; এ ধরনের ব্যক্তিরা লেবাননে অনিয়মিত কর্মী হিসেবে বিবেচিত হয়ে থাকেন।

জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্টডেস্ক নম্বর : ৭১২১৭১৩৯, হেল্পলাইন নম্বর : ৮১৭৪৪২০৭-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। দূতাবাসের ফ্রন্টডেস্ক ও হেল্পলাইন নম্বর সরবরাহ করা হয়েছে জরুরি প্রয়োজনে যোগাযোগ করার জন্য।

প্রথম দফায় দেশে ফিরতে আগ্রহী ১১৯ জন প্রবাসীর তালিকা প্রকাশ করেছে দূতাবাস। তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের হামলায় লেবাননে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST