Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ সকাল ৭:১৭

সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে ডাকাতি

দিগন্ত নিউজঃ
অক্টোবর ১২, ২০২৪ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানী ঢাকার মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় সংঘবদ্ধ ডাকাত দল ৮৫ লাখ ৫০ হাজার টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

শনিবার (১২ অক্টোবর) ভোর রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের কাছে ওই বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটি ব্যবসায়ী ‘আবু কোম্পানি’র বলে পরিচিত হলেও ওই ব্যক্তির নাম আবু বকর।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত সাড়ে ৩টার দিকে বাড়ির মূল গেট দিয়ে প্রথমে সেনাবাহিনীর পোশাক পরা ১১ জন লোক প্রবেশ করে। তাদের সঙ্গে র‍্যাবের কটি পরা ৪ জন ও সিভিল পোশাকে ৫ জন লোক বাড়িতে প্রবেশ করে। বাড়িতে প্রবেশ করার সময় সবাই মুখোশ পরা ছিল। তারা বাড়িতে প্রবেশ করে প্রথমে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা করে। বাড়ির সিসিটিভি ছাড়াও আশপাশের কয়েকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৪টি হায়েস গাড়ি এসে বাড়ির পাশে থামে। সেখান থেকে ৩-৪ জন লোক গাড়ি থেকে নেমে বাড়ির পাশে একটি বিরিয়ানি দোকানে অপেক্ষা করছিল। বাড়ি থেকে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরা লোকজন নামলে অপেক্ষমান থাকা লোকজন তারাও গাড়িতে উঠে যায়।

বাড়ির প্রহরী মমিন বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে কয়েকজন এসে আমাকে ঘুম থেক জাগিয়ে বাড়ির গেট খুলতে বলে। আমি তাদের পরিচয় জানতে চাইলে তারা আমাকে যৌথ বাহিনীর অভিযানে বাড়ি তল্লাশি করবে বলে জানায়। আমি গেট খুলে দিলে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরা কয়েকজন বাড়িতে প্রবেশ করে বাড়ির মালিকের তিন তলার বাসায় প্রবেশ করে। সেখানে গিয়ে বেশ কয়েক ঘণ্টা তল্লাশি চালায়। ওই সময় বাড়িতে থাকা ৮৫ লাখ টাকা, ৫০ ভরি স্বর্ণালঙ্কার ও বেশ কয়েকটি মোবাইল ফোন লুটপাট করে নিয়ে যায়। এ সময় আমাকেও তারা গাড়িতে করে তুলে নিয়ে যেতে চায়।’

আরও পড়ুন—    নিজ বাড়ির কাছে সাংবাদিককে কুপিয়ে হত্যা

প্রতক্ষ্যদর্শীরা জানান, রাত ৩টা থেকে সাড়ে ৩টার সময় ১৫-২০ জনের একটি দল ৪-৫টি হায়েস গাড়ি নিয়ে হাজি ভিলায় আসে। এদের মধ্যে অর্ধেকের বেশি লোক সেনাবাহিনীর পোশাক পরা ছিল। বাকি চার থেকে পাঁচজন র‍্যাবের কটি পরা এবং বাকি কয়েকজন সিভিলে ছিল। মুখে মাস্ক লাগানো ও সেনাবাহিনীর পোশাক পরা লোকজনকে দেখে দারোয়ান গেট খুলে দেয়। এরপর তারা তিনতলায় আবু বকরের ফ্ল্যাটে প্রবেশ করে। সেনাবাহিনীর পোশাক পরা লোকজন এত স্বাভাবিকভাবে এসেছিল যে, বোঝার উপায় ছিল না তারা সেনাবাহিনীর সদস্য নয়।

ভুক্তভোগী আবু বকর জানান, তারা বাসায় ঢুকে প্রথমে বৈধ অস্ত্র থানায় জমা না দেওয়ার কথা জানায়। যদিও আবু বকর জানান, অস্ত্র থানায় জমা দেওয়া হয়েছে, ডাকাতরা তাদের কথা শুনে অস্ত্র খোঁজার নামে আলমারিগুলো তছনছ করে এবং টাকা ও স্বর্ণালংকার লুট করে।

মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান জানান বলেন, ‘মুখে মাস্ক লাগিয়ে সেনাবাহিনীর পোশাক পরে তারা আসে। ওই লোকজনকে দেখে দারোয়ান গেট খুলে দেন। এরপর তারা তিনতলায় আবু বকরের ফ্ল্যাটে যান। র‌্যাবের জ্যাকেট পরা ও সাদা পোশাকের লোকজনও ছিল তাদের সঙ্গে। সেনাবাহিনীর পোশাক পরা যে কয়জন এসেছিল, তারা এমনভাবে এসেছিল যে বোঝার উপায় নেই তারা সেনাবাহিনীর সদস্য নয়। হেলমেটটা দেখেও সন্দেহ করার উপায় নেই।’

তিনি বলেন, ‘আমরা আশপাশে কয়েকটি সিসিটিভি ফুটেজে তাদের সঙ্গে আসা কয়েকজনকে শনাক্ত করতে পেরেছি। তাদের সঙ্গে নিয়ে আসা গাড়িগুলো শনাক্তের জন্য চেষ্টা করে যাচ্ছি। আশা করছি, শিগগির আমরা তাদের আটক করতে পারব।’

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন