Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ২৪শে জানুয়ারি ২০২৫, ১০ই মাঘ ১৪৩১, ২৩শে রজব ১৪৪৬ সকাল ৭:২০

ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল

দিগন্ত নিউজঃ
অক্টোবর ১১, ২০২৪ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ আরও দুজনের মৃত্যু হয়েছে। এতে চলিত বছরে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ডেঙ্গু বিষয়ক হালনাগাদকৃত তথ্যে বিষয়টি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।সরকারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৯০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বছরজুড়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৮৯৫ জনে। আর মোট মৃত্যু হয়েছে ২০১ জনের। মৃতদের মধ্যে ১০১ জন পুরুষ এবং একশ জন নারী।

সর্বশেষ মারা যাওয়া দুইজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের একজন ঢাকা দক্ষিণ ও অন্যজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

বর্তমানে রাজধানীর ১৮টি সরকারি ও ৫৯ বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৭৩৩ জন রোগী। আর রাজধানীর বাইরে সারাদেশে ভর্তি রয়েছেন ১ হাজার ৭৮৯ জন। বছর জুড়ে মৃত্যুদের মধ্যে ১৩৮ জন রাজধানীতে এবং ৬৩ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন—    বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ শতাংশে নামিয়ে এনেছে বিশ্বব্যাংক

সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। ১০৭ জনেরই মৃত্যু হয়েছে এই অঞ্চলে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চে ৩১১ জনের বিপরীতে ৫ জনের মৃত্যু হয়েছে। এপ্রিলে ৫০৪ জন ভর্তি হয়েছেন। আর মারা গেছেন দুজন। মে মাসে ৬৪৪ জনের বিপরীতে ১২ জন, জুনে ৭৯৮ জনের বিপরীতে ৮ জন, জুলাইতে ২ হাজার ৬৬৯ জনের বিপরীতে ১২ জন, আগস্টে ৬ হাজার ৫২১ জনের বিপরীতে ২৭ জন এবং গত মাসে ১৮ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই মাসে ৮০ জনের মৃত্যু হয়। চলতি মাসে এ পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ৯৫৭ এবং মারা গেছেন ৩৮ জন।

উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST