২৫ ঘণ্টা পর কুমিল্লা সীমান্তে গুলিতে নিহত কামাল হোসেনের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যশপুর সীমান্তে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। রাত ৯টার দিকে মরদেহ বুঝে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি কুমিল্লার ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের পাহাড়পুরের কাছে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নিহত কামাল হোসেনকে গুলি করে হত্যার পরে মরদেহটি নিয়ে যায়ভ
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনতে পান। পরে জানা যায়, সেটি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার ধনপুর তেতুইয়ামুড়া সীমান্তের। সেখানে এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। ওই যুবকের নাম কামাল হোসেন (৩২)। তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের কুড়িয়াপাড়া ফকিরমুড়া এলাকার ইঁদু মিয়ার ছেলে।
জানা গেছে, এই ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিএসএফ ওই যুবকের মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়।
