Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২৬শে জানুয়ারি ২০২৫, ১২ই মাঘ ১৪৩১, ২৫শে রজব ১৪৪৬ সকাল ৮:৫১

ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

দিগন্ত নিউজঃ
অক্টোবর ৮, ২০২৪ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরীতে ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে রুয়েল রিছিল (২৮) নামে যুবক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের ফারাংপাড়া জিরো পয়েন্টসংলগ্ন এলাকার নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ রুয়েল রিছিল সদর ইউনিয়নের ডাহাপাড়া গ্রামের আনুত সাংমার ছেলে।

নিখোঁজ রুয়েলের বন্ধু দারউইন মারাক বলেন, ‘ভারতের পাহাড়ি ঢলে গেল কয়েকদিন ধরেই পানি বেড়েছে সোমেশ্বরী নদীতে। মঙ্গলবার আমরা চার বন্ধু মিলে দুপুরে মাছ ধরতে নদীতে নামি। এ সময় রুয়েল দু’তিনবার নদীতে জাল ফেলার পর হঠাৎ চিৎকার শুরু করে। চিৎকার শুনে দ্রুত তাকে উদ্ধার করতে গেলে আমরাও গর্তে পড়ে যাই।’

তিনি জানান, এ সময় নদীর পাড় থেকে বিষয়টি দেখে স্থানীয় বাসিন্দা আলামিন দ্রুত নৌকা নিয়ে এসে তিনজনকে উদ্ধার করতে পারলেও স্রোতে ভেসে যায় রুয়েল রিছিল। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে।

এ বিষয়ে সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হৃদয় জানান, খবর পাওয়ার পর আমি বিষয়টি স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে জানাই। এরপর তারা এসে উদ্ধার কাজ শুরু করে।

দুর্গাপুর ফায়ার স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, আমরা খবর পাওয়ার পরপরই স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করি। পরবর্তীতে ময়মনসিংহ থেকে ডুবুরি দল আসলে তারাও উদ্ধার কাজে যোগ দেন।

এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে নেত্রকোনার দুর্গাপুরে গাওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে ঢলের পানিতে ডুবে রুসমত খান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST