Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২৬শে জানুয়ারি ২০২৫, ১২ই মাঘ ১৪৩১, ২৫শে রজব ১৪৪৬ বিকাল ৫:৫৬

সালমান, আনিস, পলক, দিপু মনিসহ ৯ জনের রিমান্ড

দিগন্ত নিউজঃ
অক্টোবর ৮, ২০২৪ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক ডিসি ডিবি মশিউর রহমানের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।

আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধীতা করে। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

রিমান্ড শুনানির জন্য আসামির এদিন কারাগার থেকে আদালতে আনা হয়।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন হোসেন গাজী নামের এক যুবক। এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। হত্যার এ মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দীপু মনি ও জুনাইদ আহমেদ পলকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন—    চট্টগ্রাম আদালতে দুইজনের যাবজ্জীবন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৪ বছরের কিশোর মাহমুদুল হাসান জয় একজন সক্রিয় সদস্য ছিলেন। গত ৫ আগস্ট সে ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দেয়। ওই দিন বেলা ১১টায় যাত্রাবাড়ীর শনির আখড়া ব্রিজের কাছে পৌঁছালে মাহমুদুল হাসান জয় গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জয়ের পূর্ব পরিচিত দাবিকারী রাজধানীর মোহাম্মদপুর থানার সাত মসজিদ হাউজিংয়ের বাসিন্দা মোঃ রবিউল আউয়াল শেখ হাসিনাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা করেন। যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত এ মামলায় সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলককে ৫ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

গত ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা বিশ্ব রোড এলাকায় গুলিতে নিহত হন সাকিব হাসান। সাকিব হাসান নিহতের মামলায় দীপু মনি ও জুনায়েদ আহমেদ পলকের আরও ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

গত ১৮ জুলাই যাত্রাবাড়ী থানাধীন মনোয়ারা হাসপাতালের সামনে গুলিবিদ্ধ হন রফিকুল ইসলাম। পরদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রফিকুল ইসলাম নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানার আরেক মামলায় ডিবি পুলিশের সাবেক ডিসি মশিউর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ইমাম হোসেন হত্যা মামলায় ১০ দিন, সাকিব হত্যা মামলায় ১০ দিন, মাহমুদুল হাসান জয় হত্যা মামলায় সাত দিন, রফিকুল ইসলাম নিহতের মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

এছাড়া, গত ২ আগস্ট নিউমার্কেট থানাধীন ২ নং গেটের সামনে হামলা ও গুলিতে আহত হন মাজেদুল ইসলাম নামে এক ব্যক্তি। পরে হত্যাচেষ্টা মামলা হলে সেই মালমলায় জুনায়েদ আহমেদ পলকের ৫ দিনের রিমান্ড দেন আদালত।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন