Dianta-News-PNG
ঢাকা রবিবার- ১৯শে জানুয়ারি ২০২৫, ৫ই মাঘ ১৪৩১, ১৮ই রজব ১৪৪৬ সকাল ১০:২৪

শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুই হত্যা মামলা

দিগন্ত নিউজঃ
অক্টোবর ৮, ২০২৪ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী ও রায়েরবাগে দুই যুবককে গুলি করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৩ জনের বিরুদ্ধে আরও দু’টি মামলা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে মামলা দু’টির আবেদন করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে কোনো মামলা বা জিডি আছে কি না যাত্রাবাড়ী থানা পুলিশকে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই দুপুরে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে ইমন নামে একজনের মাথায় গুলি লাগে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন—    আবু সাঈদ হত্যা: ২ পুলিশ সদস্য ৪ দিনের রিমান্ডে

এ ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহেনাসহ ১০৭ জনকে আসামি করে মামলা করেন ইমনের মা জোসনা। অপর আসামিদের মধ্যে রয়েছেন- ওবায়দুল কাদের, আছাদুজ্জামান খান কামাল, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, হাবিবুর রহমান, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার।

গত ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ীর কুতুবখালী টোলপ্লাজার সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মারা যান রাকিব নামের একজন।

এ ঘটনায় শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা করেছেন রাকিবের মা কহিনূর বেগম। অপর আসামিদের মধ্যে রয়েছেন- আছাদুজ্জামান খান কামাল, মশিউর রহমান সজল, হারুনর রশীদ মুন্না, আবু আহমেদ মন্নাফী, কামরুল হাসান রিপন।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST