Dianta-News-PNG
ঢাকা রবিবার- ১৯শে জানুয়ারি ২০২৫, ৫ই মাঘ ১৪৩১, ১৮ই রজব ১৪৪৬ সকাল ৮:২৩

টস হেরে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

দিগন্ত নিউজঃ
অক্টোবর ৬, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

::সংক্ষিপ্ত স্কোর::
বাংলাদেশ: ১৩/১ (১.৪ ওভারে)

টেস্ট সিরিজে ভরাডুবির পর বাংলাদেশের সামনে এবার পালা ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের। টেস্টে প্রত্যাশিত ফল না পেলেও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল।

প্রথম ম্যাচে অবশ্য টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস হেরে আগে ব্যাটিং করবে শান্ত-লিটনরা। ভারতের শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে রোববার (৬ অক্টোবর) ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

আজকের ম্যাচের জন্য ভারত দলে হয়ে দুই জনের অভিষেক হয়েছে। ১৫৩ গতির পেসার মায়াঙ্ক যাদব ও অলরাউন্ডার নিতিশ কুমার প্রথমবার ভারতের জার্সিতে মাঠে নামবেন। বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার অবসরের পর নতুন চেহারার ভারত দল এটি।

এদিকে বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশেও এসেছে পরিবর্তন। গত ম্যাচের একাদশ থেকে নেই সৌম্য সরকার, তানজিম সাকিব, তানজিদ হাসান তামিম ও সাকিব আল হাসান। এরমধ্যে অবশ্য সাকিব অবসর নিয়েছেন। এদিকে একাদশে ফিরেছেন পারভেজ ইমন, জাকের আলি, মেহেদি মিরাজ ও শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ-
পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

ভারত একাদশ-
সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, নিতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়শিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST