Dianta-News-PNG
ঢাকা রবিবার- ১৯শে জানুয়ারি ২০২৫, ৫ই মাঘ ১৪৩১, ১৮ই রজব ১৪৪৬ সকাল ১০:০৪

‘রেস-৪’ এ ফিরছেন সাইফ আলী খান

দিগন্ত নিউজঃ
অক্টোবর ৬, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সাইফ আলী খান ছাড়া যেন ‘রেস’ ফ্র্যাঞ্চাইজি ভাবাই যায় না! অবশেষে ভক্তদের ইচ্ছাই পূর্ণ হল। ফিরছেন অভিনেতা। প্রবীণ চলচ্চিত্র প্রযোজক রমেশ তৌরানি জানিয়েছেন যে অভিনেতা সাইফ আলী খান তার জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি রেসের চতুর্থ কিস্তিতে ফিরছেন।

অপরদিকে প্রযোজনা সংস্থা টিপস ফিল্মসের প্রতিষ্ঠাতা তৌরানি আরও জানিয়েছেন, ‘রেস ৪’-এ সাইফকে মুখ্য চরিত্রে দেখা যাবে এবং ২০২৫ সালে এর শ্যুটিং শুরু হবে।

তৌরানি পিটিআইকে বলেন, ‘সাইফ, রেস ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসবেন এবং তাকে বোর্ডে পেয়ে উচ্ছ্বসিত আমরা। প্রথম দুটি সিনেমায় দারুণ অভিনয় করেছেন তিনি। ছবিটিতে একঝাঁক কাস্ট থাকবে এবং আমরা চিত্রনাট্য, কাস্ট চূড়ান্ত করছি। পরিচালক আমরা চূড়ান্ত করিনি এখনও। শ্যুটিং শুরুর আগে আমরা ছবিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব, সম্ভবত আগামী বছর।’

২০০৮ সালে রেস চলচ্চিত্রের মাধ্যমে হাই-অক্টেন অ্যাকশন, গ্ল্যামারাস সেটিংস এবং সূক্ষ্ম প্লটগুলির জন্য পরিচিত এই ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়। এতে সাইফ এবং অক্ষয় খান্না দুই ভাই রণবীর এবং রাজীব চরিত্রে অভিনয় করেন।

পরে, ২০১৩ সালে ‘রেস-২’ সিনেমাতে সাইফ আলী খান থাকলেও বাদ পড়েন ‘রেস-৩’ সিনেমায়। সালমান খান রেস-৩ এ মুখ্য ভূমিকায় অভিনয় করেন। সিনেমাটি বক্স অফিস বা সমালোচক, কারোই মন জয় করতে পারেনি। ২০১৩ সালে সিনেমার সিক্যুয়েল ‘রেস ২’-এ খলনায়কের ভূমিকায় অভিনয় করেন সাইফ। উভয় চলচ্চিত্রই বাণিজ্যিকভাবে সফল ছিল এবং সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছিল।

ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অংশে সালমান খানের নেতৃত্বে একটি সম্পূর্ণ নতুন কাস্ট করা হয়। তৌরানি বলেছিলেন যে ‘এটি বলা ভুল হবে যে ‘রেস ৩’ বক্স অফিসে ভালো পারফর্ম করেনি। তৃতীয় পর্বে আগের দুই কিস্তির চেয়ে ভালো ব্যবসা হয়েছে। আমরা আশা করেছিলাম ছবিটি ২০০ থেকে ২৫০ কোটি টাকা আয় করবে, কিন্তু এটি ১৮০ কোটি টাকার বেশি আয় করেছে, যা তুচ্ছ নয়। আমাদের সবার জন্য এটি লাভজনক ছবি ছিল। পার্থক্য শুধু এটুকু যে, প্রথম দুটি অংশ সমালোচকদের কাছ থেকে ভালো রিভিউ পেয়েছে, আর তৃতীয়টি ভালো সাড়া পায়নি। তবে চতুর্থ পর্বের জন্য আমরা কোনও চেষ্টার ত্রুটি রাখছি না।’

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST