সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আগামী ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি বাণিজ্য।
রোববার ( ৬ অক্টোবর ) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন।
আরও পড়ুন— গাজায় মসজিদ-স্কুলে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২৪
এসময় তিনি বলেন, আগামী ১০ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা আগামী ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ৬ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছেন।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামান বলেন, দুর্গাপূজায় আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। প্রতিদিন পাসপোর্ট যাত্রীরা দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবে।