Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ সকাল ৭:১৯

ইংল্যান্ডকে বোলিং শক্তি দেখিয়ে ১১৯ রানের লক্ষ্য পেলো বাংলাদেশ

দিগন্ত নিউজঃ
অক্টোবর ৫, ২০২৪ ৯:৫৮ অপরাহ্ণ
  • ইংল্যান্ডকে বোলিং শক্তি দেখিয়ে ১১৯ রানের লক্ষ্য পেলো বাংলাদেশ

    সতীর্থদের সঙ্গে ফাহিমার উদযাপন | ছবিঃ সংগৃহীত

Link Copied!

১০ বছর পর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও চমক দেখালো। নাহিদা-ফাহিমারা দারুণ বোলিংয়ে শক্তিশালী ইংল্যান্ডকে ৭ উইকেটে ১১৮ রানে আটকে দিলো। স্কটল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশকে টানা দ্বিতীয় জয় পেতে করতে হবে ১১৯ রান।

শারজায় টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়েছিল ইংল্যান্ডের। পাওয়ার প্লের ৬ ওভারে ওপেনিং জুটিতে ৪৭ রান তোলে তারা। আর এক রান করে ভেঙে যায় এই জুটি। সপ্তম ওভারে রাবেয়া খান মাইয়া বুশিয়ারকে (২৩) নাহিদা আক্তারের ক্যাচ বানান।

পরের ওভারে ফাহিমা খাতুন ন্যাট স্কিভার-ব্রান্টকে (২) এলবিডব্লিউ করেন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। অধিনায়ক হিদার নাইটকে (৬) বোল্ড করেন রিতু মনি। বিপজ্জনক হয়ে ওঠা ওপেনার ড্যানি উইয়াট হজের (৪১) উইকেট নেন নাহিদা আক্তার।

ফাহিমা ও নাহিদা পরে অ্যালিস ক্যাপসি (৯) ও ড্যানিয়েল গিবসনকে (৭) নিজেদের দ্বিতীয় শিকার বানান।

শেষ ওভারে চার্লিস ডিনকে (৪) স্টাম্পিং করে দ্বিতীয় উইকেট নেন রিতু মনি। নেমেই ইনিংসের একমাত্র ছক্কা মারেন সোফি এক্লেসটন। তিনি ৮ ও এমি জোন্স ১২ রানে অপরাজিত ছিলেন।

ফাহিমা ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে দলের সেরা বোলার। সমান উইকেট পান নাহিদা ও রিতু।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন