Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২, ২১শে শাওয়াল ১৪৪৬ সকাল ৬:৪৪

এখনও অনেক এলাকায় পানি, ভোগান্তিতে নগরবাসী

দিগন্ত নিউজঃ
অক্টোবর ৫, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি কমে এলেও এখনও বেশ কিছু নিচু এলাকার অলিগলি পানিতে সয়লাব। এতে অফিস-ফেরত কর্মজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে।

টানা বৃষ্টিতে পুরান ঢাকার অলিগলি, শনির আখড়া, মুগদা, মানিকনগর, গোপীবাগ, মালিবাগ, মগবাজার, মৌচাক, খিলগাঁও, সিপাহিবাগ, শান্তিনগর, কাকরাইলের মূল রাস্তাসহ আশপাশের এলাকা এখনও পানিতে ডুবে আছে। অনেক ফুটপাত ছুঁইছুঁই করছে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামীকাল রবিবার সকাল পর্যন্ত দেশের বেশির ভাগ অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। এরপর বৃষ্টি কমে এলেও থেমে থেমে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরও কদিন। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৬৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

বনশ্রীর বাসিন্দা আবুল কালামের অফিস পল্টনে। সকালে বৃষ্টিতে ভিজে পানির মধ্যেই বাসে করে তিনি অফিসে এসেছেন। ভেবেছিলেন বিকালে বাসায় ফেরার সময় ভোগান্তি কম হবে। কিন্তু রওনা দিয়ে দেখলেন কাকরাইল থেকে মালিবাগ এলাকায় অথই পানি।

আবুল কালাম বলেন, কাকরাইল পর্যন্ত ঠিকভাবে আসতে পেরেছি। এরপর আর রিকশা, সিএনজি কিছুই যেতে চায় না। আর যারা যেতে চায়, তারা প্রায় তিন গুণ ভাড়া চাচ্ছে। বাসের সংখ্যা কম হওয়ার কারণে এত ভিড় যে তাতেও ওঠার উপায় নেই। বাধ্য হয়েও বাড়তি ভাড়া গুণে বাসায় ফিরলাম।

আরও পড়ুন—    নামাজে অমনোযোগীদের প্রতি তিরস্কার

মগবাজারের বাসিন্দা তানজিনা বেগম বলেন, সকালে হাঁটুপানিতে রিকশা নিয়েই অফিসে গেলাম। বৃষ্টি কমায় ভেবেছিলাম বিকালে পানি নেমে যাবে। কিন্তু আবার বাসায় ফিরলাম রিকশা করেই বাড়তি ভাড়া দিয়ে।

একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে এসব এলাকায় বসবাসরত সাধারণ মধ্যবিত্ত মানুষ।

কবে নাগাদ বৃষ্টি কমতে পারে, জানতে চাইলে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, আগামীকাল সকাল পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এরপর বৃষ্টি কমে এলেও বন্ধ হবে না। থেমে থেমে দেশের বিভিন্ন অঞ্চলে আরও কদিন বৃষ্টি হতে পারে।

ভারী বর্ষণের সতর্কবাণীতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ-পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের প্রবল অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন