ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের রাগামারি এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত অপর একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে।
একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি মনসুর আহমদ জানান, ত্রিশালের রাগামারা এলাকায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে সিএনজি অটোরিকশাটি গুঁড়িয়ে যায়। ঘটনাস্থলেই অজ্ঞাত এক যাত্রী নিহত হন।
তিনি আরও জানান- অপর আহত যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা যায়নি।
মরদেহ ময়নাতদন্ত শেষে পরিচয় জানা গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।