Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ২৮শে মার্চ ২০২৫, ১৪ই চৈত্র ১৪৩১, ২৭শে রমজান ১৪৪৬ সকাল ৮:৪২

ইসরায়েলি হামলায় চার দিনে লেবাননে নিহত ৭০১ জন

প্রিয় আন্তর্জাতিক ডেস্কঃ
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

ইসরায়েলি আক্রমণের ফলে লেবাননে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ৭০১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো দুই হাজার ১৭৩ জন। শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, শুধুমাত্র সোমবার ও মঙ্গলবার ৫৫৮8 জন নিহত এবং এক হাজার ৮৩৫ জন আহত হয়েছে। বুধবার ৫১ জন নিহত এবং ২২৩ জন আহতের তথ্য রেকর্ড করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার আরো ৯২ জন নিহত এবং ১৫৩ জন আহত হয়েছে।

আরও পড়ুন—    ড. ইউনূসের সঙ্গে বৈঠকঃ নতুন অধ্যায় সূচনার আহ্বান ইতালি প্রধানমন্ত্রীর

লেবানন সরকারের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিটের মতে, ইসরায়েলি হামলার কারণে ৭৭ হাজার ১০০ জন বাস্তুচ্যুত হয়েছে। গত দুই দিনে ১৫ হাজার ৬০০ সিরীয় নাগরিক এবং ১৬ হাজার ১৩০ জন লেবাননের নাগরিক সিরিয়ায় প্রবেশ করেছে।

প্রায় এক বছর আগে গাজায় যুদ্ধের কারণে হিজবুল্লাহর সাথে শত্রুতা শুরু হওয়ার পর থেকে সোমবার ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে ‘সবচেয়ে তীব্র এবং ব্যাপক’ আক্রমণ শুরু করেছে।

প্রিয়খবর/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন