Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২৬শে জানুয়ারি ২০২৫, ১২ই মাঘ ১৪৩১, ২৫শে রজব ১৪৪৬ বিকাল ৫:৪৯

চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে তিন নদীর পানি; জমির ফসল ক্ষতিগ্রস্ত

দিগন্ত নিউজঃ
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে পদ্মাসহ তিন নদীতে বেড়েছে পানি। এতে করে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের ফসলের জমি তলিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো বসত বাড়ি ঘরে পানি ঢুকেনি।

নদী তীরবর্তী এলাকাগুলোর বাসিন্দারা জানায়, চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা এই তিনটি নদীতে গত ১০ দিন থেকে পানি বাড়তে শুরু করেছে। এর ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল চরাঞ্চলের বিভিন্ন ফসলের খেত পানিতে তলিয়ে যাচ্ছে। চলতি মৌসুমের ফসল মাসকলাই ও বিভিন্ন শাকসবজির জমিতে পানি ঢুকে পড়েছে।

আরও পড়ুন—    ড. ইউনূসকে শুভ কামনা জানালেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী

চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার জানান, তিন নদীর পানি বাড়ায় এ পর্যন্ত জেলা সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার নদীতীরবর্তী ১ হাজার ৩৫৪ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। এসব ফসলের মধ্যে রয়েছে রোপা আউশ, মাসকলাই, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও শাকসবজি। প্রায় ৪ হাজার ৫৮৫ কৃষক ক্ষতির মুখে পড়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব জানান, উজানে ভারতে অধিক বৃষ্টিপাতের কারণে পদ্মাসহ তিনটি নদীর পানি বাড়ছে। তবে বিপৎসীমার নিচেই রয়েছে।

আগামী কয়েক দিনের মধ্যে পানি কমতে পারে বলে জানান তিনি।

গত ২৪ ঘণ্টায় পদ্মায় ৫ সে.মি., মহানন্দায় ৬ সে. মি. ও পুনর্ভবায় ১০ সে. মি. পানি বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

প্রিয়খবর/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন