Dianta-News-PNG
ঢাকা রবিবার- ১৯শে জানুয়ারি ২০২৫, ৫ই মাঘ ১৪৩১, ১৮ই রজব ১৪৪৬ সকাল ৯:২৪

বাংলাদেশে প্রবেশ, সীমান্তে বিএসএফ সদস্য আটক

দিগন্ত নিউজঃ
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিজিবি ৪২ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি।

আরও পড়ুন—    নিউইয়র্কে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

এদিকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামের এক ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি।

বিজিবির দেয়া তথ্য অনুযায়ী, বেলা সাড়ে ১১টার দিকে গরু-ছাগল তাড়ানোর সময় ভুলবশত জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে তাকে আটক করা হয়।

দিনাজপুর বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো. আরিফুল ইসলাম জানান, ‘বিএসএফের ওই সদস্য জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন। তাকে আটক করার পর বিএসএফকে বিষয়টি জানানো হয়েছে। বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা শেষে তাকে ফেরত দেয়া হবে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফ সদস্যের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে।

প্রিয়খবর/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST