চলমান শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার স্বার্থে হা-মীম গ্রুপের ৬টি প্রতিষ্ঠানসহ আশুলিয়ায় ৪৩টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও ৯টি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি। সব মিলিয়ে আশুলিয়ায় উৎপাদন বন্ধ রয়েছে মোট ৫২টি কারখানার।
এদিকে, আজও শিল্পাঞ্চল আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নরসিংহপুরের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে দীর্ঘ সময় যানচলাচল বন্ধ থাকে।
এছাড়া আজ (২৩ সেপ্টেম্বর) সোমবার সকাল ৮টার মধ্যে ডিইপিজেডসহ শিল্পাঞ্চলের সব শিল্প কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, চলমান শ্রমিক অসন্তোষের জেরে ও নিরাপত্তার স্বার্থে আজও ৫২টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। তাছাড়া ডিইপিজেডসহ শিল্পাঞ্চলের সব শিল্প কারখানা চলছে।
আরও পড়ুন— রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ বিষয়ে যা বললেন তমা
তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান সারোয়ার আলম।
হা-মীম গ্রুপ কারখানা বন্ধের একটি নোটিশে বলেছে, আশুলিয়া শিল্প অঞ্চলে বর্তমান সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১৩ (১) অনুযায়ী দ্যাটস ইট স্পোর্টস ওয়ার লিমিটেড, অ্যাপারেল গ্যালারি লিমিটেড, রিফাত গার্মেন্টস লিমিটেড, এক্সপ্রেস ওয়াশিং অ্যান্ড ডাইং লিমিটেড, আর্টিস্টিক ডিজাইন লিমিটেড ও নেক্সট কালেকশন লিমিটেড আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
পরে আঞ্চলিক পরিবেশ নিরাপদ হলে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করে নোটিশের মাধ্যমে কারখানা খোলার তারিখ জানিয়ে দেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।