বাংলাদেশে দীর্ঘ ১০ বছর পর বিশ্বকাপের আয়োজন হওয়ার কথা ছিল। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের জেরে শেষ মুহূর্তে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপটা বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যায় আইসিসি। ভেন্যু সরে গেলেও বিশ্বকাপের আয়োজক হিসেবে কাগজে-কলমে থাকছে বাংলাদেশই।আজ আসন্ন নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ করেছে আইসিসি। তবে বাংলাদেশ আয়োজক হলেও বিশ্বকাপের থিম সংয়ে বাংলাদেশের ঐতিহ্যের দেখা মেলেনি।
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সংয়ের নাম ‘হোয়াটএভার ইট টেইকস।’ গানটি লিখেছেন মিকি ম্যাকক্ল্যারি, পার্থ পারেখ ও মেয়েদের পপ গ্রুপ ডব্লিউআইএসএইচ।
আরও পড়ুন— বাইডেনের কাছে আবারও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন মোদি
১ মিনিট ৪০ সেকেন্ডের থিম সংটি সম্পূর্ণ ভিন্ন আমেজে তৈরি, যেখানে মেয়েদের টি-টোয়েন্টির কিছু দৃশ্য আর গায়িকাদের দেখানো হয়েছে। অথচ ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং ‘চার-ছক্কা হই হই…’ পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল, সেখানে বাংলাদেশের কয়েকটি অঞ্চলের পথে-প্রান্তরের দৃশ্য ছিল।
আইসিসির অফিশিয়াল ফেসবুক-ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। যেখানে একাধিক বিশ্বকাপের কিছু দৃশ্য দেখানো হয়েছে। বাংলাদেশের মারুফা আকতার ও রিতু মনিদের খানিকটা অংশে দেখা গেলেও মিউজিকের একাধিক দৃশ্যে ছিল ভারত- অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের নারী ক্রিকেটের ম্যাচের অংশ।
আগামী ৩ অক্টোবর শারজাতে স্কটল্যান্ড ও বাংলাদেশের ম্যাচ দিয়ে পর্দা উঠছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের।