Dianta-News-PNG
ঢাকা রবিবার- ২৬শে জানুয়ারি ২০২৫, ১২ই মাঘ ১৪৩১, ২৫শে রজব ১৪৪৬ সকাল ৮:৩১

কক্সবাজারে শহীদ পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

প্রিয় খবর প্রতিবেদকঃ
সেপ্টেম্বর ২২, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্রজনতার ২০২৪-এর গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনী ও আঃলীগ সন্ত্রাসী কর্তৃক নিহত কক্সবাজার জেলার শহীদ নুরুল মোস্তফা, শহীদ তানভীর সিদ্দিকী ও শহীদ ওয়াসিম আকরামের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সেলটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন সংশ্লিষ্ট শহীদ পরিবারের প্রতি এই সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

আরও পড়ুন—    পৌনে চার মাস পর ঢাবিতে ক্লাস শুরু

কক্সবাজারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎসজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফর রহমান কাজল এবং কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে শহীদ পরিবারগুলোর খোঁজখবর নেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, ঈদগাহ উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মোহাম্মদ, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ইউনুছ, সদস্যসচিব সরোয়ার রোমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপন ও সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান প্রমুখ।

এ ছাড়াও কক্সবাজার জেলা ও স্থানীয় বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

প্রিয়খবর/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST