Dianta-News-PNG
ঢাকা শনিবার- ২৬শে এপ্রিল ২০২৫, ১৩ই বৈশাখ ১৪৩২, ২৭শে শাওয়াল ১৪৪৬ রাত ১২:০৭

‘অতীতে ভারতের সাথে নিষ্ক্রিয়তা থেকে থাকলেও তা শেষ হয়ে গেছে’

সিনিয়র রিপোর্টারঃ
সেপ্টেম্বর ২২, ২০২৪ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

নদীর পানি কেবল রাজনীতি নয়, এটি কূটনীতি এবং অর্থনীতিও। ভারতের সাথে আগের সরকারের কোনো নিস্ক্রিয়তা থেকে থাকলেও সেই দিন শেষ হয়ে গেছে। এমন মন্তব্য করে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন- ‘বিগত সরকার বাংলাদেশের দাবিগুলো আন্তজার্তিক সম্প্রদায়ের কাছে তুলে ধরেননি।’

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ফেনীর পরশুরামের নিজকালিকাপুর এলাকায় মুহুরী নদীর ভাঙন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন—    বাংলাদেশকে হেসেখেলে হারাল ভারত

রিজওয়ানা হাসান বলেন, ‘দরকষাকষি করে চুক্তি অনুকূলে থাকলে তা স্বাক্ষর করা হবে। অন্যদেশ কি পদক্ষেপ নিলো তা আমাদের দেখার বিষয় নয়। এ সময় তিস্তা চুক্তির খসড়া হয়ে যাওয়ায় পরও ভারত স্বাক্ষর করেনি বলেও জানান তিনি।’

পানি সম্পদ উপদেষ্টা বলেন, ‘মানুষের দুর্দশা-চাহিদার বিষয়ে উজানের দেশগুলোর সাথে আলোচনা করা হবে। মানবিক কারণে হলেও ভারত-বাংলাদেশকে একসাথে পানি ব্যবস্থাপনার সমস্যার সমাধানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এ সময় বাংলাদেশের দাবিগুলোকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।’

প্রিয়খবর/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন