Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ২৪শে জানুয়ারি ২০২৫, ১০ই মাঘ ১৪৩১, ২৩শে রজব ১৪৪৬ ভোর ৫:৩৬

গরমের সময় পাহাড়ের চূড়ায় বরফ জমে থাকে কেন?

প্রিয় খবর ডেস্কঃ
সেপ্টেম্বর ২১, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

প্রচণ্ড গরমে নদীনালা, পুকুর, খালবিল সব শুকিয়ে একাকার। কিন্তু অদ্ভুত ব্যাপার, পাহাড়ের মাথায় তখনও বরফ জমে থাকে। কবিতার ভাষায় ‘শিখর হিমাদ্রির’। দূর থেকে সাদা এই পাহাড়চূড়া অনেকের চোখেই বেশ সুন্দর। গরমের দিনে যেখানে বাতাসে বরফ রাখলে চোখের পলকে গলে যায়, পাহাড়চূড়ায় তখনও দেখা যায় সাদা বরফ।

কিন্তু কেন এরকম ঘটে? পাহাড়চূড়ার বরফের ওপর এমন পক্ষপাতিত্ব কেন? আসল বিষয় হচ্ছে, ভূপৃষ্ঠ থেকে যত ওপরের দিকে ওঠা যায়, ততই বাতাসের চাপ কমতে থাকে। তার মানে হলো, ওপরের দিকে বাতাস ক্রমেই হালকা হয়ে যায়। সেই সঙ্গে ওপরের দিকে তাপমাত্রাও তত কমতে থাকে।

আরও পড়ুন—    যানজট নিরসনের উপায় খোঁজার আহ্বান প্রধান উপদেষ্টার

এক হিসেবে দেখা গেছে, ভূপৃষ্ঠ থেকে প্রতি হাজার ফুট উচ্চতার জন্য তাপমাত্রা প্রায় তিন থেকে চার ডিগ্রি ফারেনহাইট কমে যায়। এভাবে কোনো গরম গ্যাস ওপরের দিকে উঠে গেলে ক্রমেই তা ঠান্ডা হতে থাকে। তাই ভূপৃষ্ঠে যত গরমই থাকুক না কেন, পাহাড়ের কয়েক হাজার ফুট উঁচুতে তাপমাত্রা অনেক সময় শূন্যের নিচেও চলে যেতে পারে। সেজন্যই পাহাড়ের মাথায় ওরকম সাদা টুপি দেখা যায়।

প্রিয়খবর/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST