Dianta-News-PNG
ঢাকা শুক্রবার- ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২, ২৬শে শাওয়াল ১৪৪৬ রাত ৮:৫৫

ইসলামী দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

দিগন্ত নিউজঃ
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

ওয়েব অব সায়েন্সের তথ্য মতে, এক দশক ধরে (২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত) ইসলামী দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানের বেশিরভাগ ক্ষেত্রে প্রথম বা দ্বিতীয় স্থানে রয়েছে ইরান। দেশটি যথাক্রমে তিন লাখ ৮৭ হাজার ১৫৬ এবং ৩০টি নথি নিয়ে জ্ঞানীয় স্নায়ুবিজ্ঞান, জ্ঞানীয় পুনর্বাসন এবং জ্ঞানীয় ভাষাবিজ্ঞানে প্রথম স্থানে রয়েছে।

ইরান জ্ঞানীয় মনোবিজ্ঞান (১২৪ নথি), জ্ঞানীয় শিক্ষা (৫৬১), মনের দর্শন (৩৪), এবং জ্ঞানীয় মূল্যায়নে (৮৯৮) দ্বিতীয় স্থানে রয়েছে।

র‌্যাঙ্কিংয়ে জ্ঞানীয় স্নায়ুবিজ্ঞানে ইরান সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। জ্ঞানীয় বিজ্ঞানের এই ক্ষেত্রে দেশটি বিশ্বব্যাপী ১৫তম স্থানে রয়েছে।

আরও পড়ুন—    কবে কাজ শুরু ও রিপোর্ট দেবে ৬ সংস্কার কমিশন, জানালেন আসিফ নজরুল

দেশের মধ্যে তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স ৭৩টি নথি, তেহরান বিশ্ববিদ্যালয় ৩৯টি নথি এবং শহিদ বেহেশতি ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স ৩২টি নথি নিয়ে জ্ঞানীয় নিউরোসায়েন্সে প্রথম থেকে তৃতীয় স্থানে রয়েছে।

জ্ঞানীয় মনোবিজ্ঞানে ইরানের শীর্ষ তিনটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে তেহরান বিশ্ববিদ্যালয় (১০), মাশহাদের ফেরদৌসি বিশ্ববিদ্যালয় (৭) ও আল্লামে তাবাতাবাই বিশ্ববিদ্যালয় (৬) ।

জ্ঞানীয় ভাষাবিজ্ঞানে তেহরান বিশ্ববিদ্যালয় (৩টি নথি), আল-জাহরা বিশ্ববিদ্যালয় (৩), আল্লামে তাবাতাবেই বিশ্ববিদ্যালয় (২) প্রথম থেকে তৃতীয় স্থানে রয়েছে।

সূত্র: তেহরান টাইমস

প্রিয়খবর/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন