Dianta-News-PNG
ঢাকা সোমবার- ২০শে জানুয়ারি ২০২৫, ৬ই মাঘ ১৪৩১, ১৯শে রজব ১৪৪৬ সন্ধ্যা ৬:২১

বাংলাদেশ সিরিজের আগে যা বললেন ভারতের প্রধান কোচ

প্রিয় খেলা ডেস্কঃ
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মাঠে ভারত। এর আগে, বুধবার সংবাদ সম্মেলনে এসেছিলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। সেখানে নতুনভাবে উজ্জীবিত লাল-সবুজ শিবিরকে ঠিকই সম্মান করলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।

নিজের অভিব্যক্তি জানিয়ে গম্ভীর বলেন, ‘আমরা কাউকে ভয় পাই না, কিন্তু সবাইকে সম্মান করি, আমি এটা খুব করে বিশ্বাস করি। আমরা বাংলাদেশকেও সম্মান করি।’

ভারত নিজেদের নিয়েই ভাবছে জানিয়ে গম্ভীর বলেন, ‘আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাই, সেটাই খেলব। আমাদের সবটা দিতে চাই। কারণ, চ্যাম্পিয়ন দলগুলো এটাই করে। ওরা প্রতিপক্ষের দিকে তাকায় না। ওরা ম্যাচ নিয়ন্ত্রণ করে, যেভাবে খেলতে চায় সেভাবেই খেলে থাকে। আগেও যেটা বললাম, বাংলাদেশকে আমরা সম্মান করি এবং সেটা থাকবে।’

আরও পড়ুন—    ৭০ বছরের মধ্যে শক্তিশালী টাইফুনের আঘাত, ফ্লাইট বাতিল-বন্ধ ট্রেন চলাচলও

সংবাদ সম্মেলনে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ জয়ের বিষয়টিও সামনে আনেন সাবেক এই ক্রিকেটার। বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে গম্ভীর বলেন, ‘আমি বাংলাদেশ দলকে অভিনন্দন জানাই পাকিস্তানে ওদের পারফরম্যান্সের জন্য। তবে এটা নতুন সিরিজ এবং নতুন প্রতিপক্ষ। আমাদের সেরা ক্রিকেটটা খেলা জরুরি। এটাই গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের টেস্ট স্কোয়াড নিয়ে গম্ভীর জানালেন, ‘বাংলাদেশের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। সাকিবের অভিজ্ঞতা আছে, মুশফিকেরও। খুব ভালো বোলিং আক্রমণ রয়েছে তাদের। মেহেদীও আছে। বুঝতেই পারছেন, বাংলাদেশে অনেক প্রতিভা আছে। তবে আমাদের জন্য প্রথম বল থেকে সতর্ক থাকতে হবে।’

প্রসঙ্গত, চেন্নাইয়ের লাল পিচে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

প্রিয়খবর/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST