Dianta-News-PNG
ঢাকা রবিবার- ১৯শে জানুয়ারি ২০২৫, ৫ই মাঘ ১৪৩১, ১৮ই রজব ১৪৪৬ সকাল ৯:০৩

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসে আগুন, দগ্ধ ৩

দিগন্ত নিউজঃ
নভেম্বর ২৪, ২০২৩ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছে তিন যাত্রী। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

যাত্রীরা জানায়, ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। পথিমধ্যে দুপুর সোয়া ১২টার দিকে ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছলে হঠাৎ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে। এসময় অধিকাংশ যাত্রী, চালক ও হেলপার বাস থেকে নামতে সক্ষম হলেও তিনজন যাত্রী দগ্ধ হয়। এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠায়।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিসের ইনচার্জ বাদল রহমান জানান, খবর পেয়ে ১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেয়া হচ্ছে বলেও জানান তিনি ।

মুন্সিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির যান্ত্রিক ত্রুটি থেকে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST