সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ জুন) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
এর আগে বিকেলে উত্তরা ৫ নম্বর সেক্টর এলাকায় তার বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ বলছে, কিছু লোক তার বাসায় গিয়ে ‘মব’ সৃষ্টি করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
উত্তরা পশ্চিম থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
এর আগে আজ কে এম নুরুল হুদাসহ বিগত ৩ ‘বিতর্কিত’ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। সেই সঙ্গে ‘বিতর্কিত’ এসব নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক ৩ সিইসিসহ অজ্ঞাত পরিচয়ের মোট ১৯ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ দায়ের করেছে দলটি।
কে এম নূরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয় বলে অভিযোগ বিএনপির। নূরুল হুদা ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশ পালন করতেন বলেও অভিযোগ করে আসছে দলটি।
জানাগেছে, কিছু লোক উত্তরা ৫ নম্বর সেক্টরে সাবেক সিইসির ভাড়া বাসা ঘেরাও করে রেখেছিল। পরে নিরাপত্তার জন্য পুলিশ তাকে কাস্টডিতে নেয়। নুরুল হুদার বিরুদ্ধে শেরে বাংলা থানায় মামলা থাকায় তাকে শেরে বাংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
