Dianta-News-PNG
ঢাকা শনিবার- ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মহর্‌রম ১৪৪৭ রাত ২:০৬
 

“নুরুল হুদার ওপর যে ‘মব’ জাস্টিস হয়েছে তা কাম্য নয়”

দিগন্ত নিউজঃ
জুন ২৩, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে, তা কাম্য নয় বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন- ওনার সাথে যে খারাপ আচরণসহ ওনার গলায় খারাপ ইয়ে পড়িয়ে দেয়া হয়েছে তা গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার সাথে যদি কেউ যুক্ত থাকে তাদেরকে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করবেন। আইস-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই ওনার (নুরুল হুদা) ওপর হামলা করা হচ্ছে। এটার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেফতারের যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। তাকে এখনো গ্রেফতার করা হয়নি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

মব জাস্টিস বন্ধের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংখ্যা বৃদ্ধি করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হবে না বাট তাদের এক্টিভেটিস বাড়ানো হবে।

তিনি উল্লেখ করেন কৃষি জমি রক্ষার জন্য কৃষি জমি সুরক্ষা আইন প্রণয়ন করা হবে যাতে কৃষিজমি রক্ষা করা যায়।। কৃষি জমি যাতে দখল না হয়।

হর্টিকালচার সেন্টারের ভিতরে কিছু অকেজ গাড়ি পড়ে রয়েছে এই সমস্ত বিষয় মিডিয়ার মাধ্যমে তুলে ধরে সরকারকে অবহিত করার জন্য অনুরোধ করেন। যাতে মিডিয়ার মাধ্যমে এসব সংবাদ জেনে অকেজো গাড়ি গুলো সরকারি ব্যবস্থাপনায় বিক্রি করে সরকারি কোষাগারে টাকাও জমা হলো সেই সাথে কৃষি জমিটাও খালি হলো। যাতে পরে এসব জমিতে বিভিন্ন জাতের ফল চাষ করা যায়।

দেশিও ফল যাতে হারিয়ে না যায় এজন্য বিদেশি ফলের সাথে সাথে দেশীয় ফল চাষের জন্য লোকজনকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন,পুলিশ সুপার ডক্টর চৌধুরী যাবের সাদেক, জেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম সহ পুলিশ ও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন