Dianta-News-PNG
ঢাকা শনিবার- ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মহর্‌রম ১৪৪৭ রাত ২:১৩
 

দেশে ফিরেছেন ৪০ হাজারের বেশি হাজি, মৃত্যু ৩৮ জনের

দিগন্ত নিউজঃ
জুন ২১, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

হজের ফিরতি ফ্লাইট শুরু হওয়ার পর এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৪০ হাজার ৫২০ জন হাজি। আর হজ করতে গিয়ে এবার মৃত্যু হয়েছে ৩৮ জনের।

শনিবার পর্যন্ত ১১ দিনে তাদের ফেরার তথ্য দিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টাল।

সবশেষ তথ্যানুযায়ী, রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪১টি ফ্লাইট পরিচালনা করেছে। এসব ফ্লাইটে ১৬ হাজার ২৬২ জন হাজি দেশে ফিরেছেন।

এছাড়া সৌদিয়া এয়ারলাইন্স ৪৩টি ফ্লাইটে ১৬ হাজার ৯৩৩ জনকে এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইটে সাত হাজার ৩২৫ জনকে বাংলাদেশে পৌঁছে দিয়েছে।

এ বছর হজে যেতে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন নিবন্ধন করেছিলেন। ৫ জুন হজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে ৭০টি লিড এজেন্সি এ বছর হজ ফ্লাইট পরিচালনা করে। এরপর ১০ জুন হজের ফিরতি ফ্লাইট শুরু হয়।

ফিরতি ফ্লাইটে সরকারি মাধ্যমে পাঁচ হাজার ছয় জন, আর বেসরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৩৫ হাজার ৫১৪ জন।

এদিকে হজে গিয়ে এ বছর ৩৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৭ জন পুরুষ এবং ১১ জন নারী রয়েছেন।

সবশেষ নাটোরের সিংড়া উপজেলার ফিরোজা বেগম শুক্রবার মক্কায় মারা যান। ৬৩ বছর বয়সী ফিরোজা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৩০ মে সৌদি আরব পৌঁছান।

এছাড়া সৌদি সরকারি হাসপাতালে বর্তমানে ১৯ জন চিকিৎসা নিচ্ছেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, হজে গিয়ে ২০১৮ সালে ১৪২ জন, ২০১৯ সালে ১১৭ জন, ২০২২ সালে ২৬ জন, ২০২৩ সালে ১২১ জন এবং ২০২৪ সালে ৬৫ জন মারা যান।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন