Dianta-News-PNG
ঢাকা শনিবার- ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মহর্‌রম ১৪৪৭ রাত ১:৪৭
 

নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে যা জানালেন সিইসি

দিগন্ত নিউজঃ
জুন ২১, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ
  • ‘ইসির স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে’

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন | ফাইল ছবি

Link Copied!

নির্বাচনের নির্দিষ্ট তারিখ, তফসিল ঘোষণা এবং এ নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগের বিষয়ে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন।

শনিবার (২১ জুন) আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধিসংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিইসি।

নির্বাচনে ‘রোডম্যাপ’ কবে দেবেন জানতে চাইলে সিইসি বলেন, ‘সময় এলে আপনারা সবই জানতে পারবেন। এখানে আমরা লুকিয়ে কোনো কাজ করছি না। নির্বাচন নিয়ে আমাদের অবশ্যই কর্মপরিকল্পনা রয়েছে। অনেকেই এটিকে রোডম্যাপ বলে, অনেকে নানাভাবে এটার নাম দেয়। আমরা এটাকে বলি কর্মপরিকল্পনা। যেকোনো অফিসে একটি কর্মপরিকল্পনা থাকবে না? এত বড় একটা বড় নির্বাচন হবে, প্রথম থেকে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদেরও কর্মপরিকল্পনা রয়েছে। এটি আমাদের ব্যবহারের জন্য, এটি সবার সঙ্গে শেয়ার করার জন্য নয়। এটি আমাদের নিজস্ব। কোনো কারণে যদি সময়মতো কাজ না হয়, দু-চার দিন এদিক-সেদিক হতে পারে। এটি আমাদের একটি সম্ভাব্য কর্মপরিকল্পনা, এটি তো সংশোধনযোগ্য।’

সরকারের সঙ্গে যোগাযোগ হচ্ছে কি না, জানতে চাইলে সিইসি বলেন, ‘যদি বলেন সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না। দেখেন, এটি করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব নয়। কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে একটি মুখ্য ভূমিকা পালন করবে তো। এটি ছাড়া তো সম্ভব নয়।’

সিইসি নাসির উদ্দিন বলেন, ‘আমাদের যোগাযোগের যে বিষয়টা প্রতিনিয়ত হচ্ছে বা একদম হচ্ছে না, বিষয়টা এমন না। যদি নির্বাচনের তারিখের ব্যাপারে জানতে চান, তাহলে নির্বাচনের তারিখ যথাসময়ে জানতে পারবেন। আমরা যথাসময়ে নির্বাচনে তফসিল ঘোষণা করব। সরকারের সঙ্গে এ জন্য পরিকল্পনা করে ঘোষণা দিয়ে দেখা করতে হবে এমন না। ফরমালি, ইনফরমালি নানাভাবে যোগাযোগ হতে পারে। আমরা সরকারের ধারেকাছে নাই, একটা দ্বীপে আছি এমন তো না। সংস্কার কমিশনের সুপারিশ আছে, এর মধ্যে ইসির সংস্কার আছে, এর মধ্যে আমরা সম্পৃক্ত তো। এগুলো ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। সময়মতো যোগাযোগ হবে। সময় হলে সবকিছু জানতে পারবেন।’

প্রশিক্ষণ কর্মসূচিতে চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, ডিজি এনআইডিসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন