Dianta-News-PNG
ঢাকা শনিবার- ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মহর্‌রম ১৪৪৭ রাত ১:২০
 

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট, পীরগাছায় আওয়ামী লীগ কর্মী আটক

দিগন্ত নিউজঃ
জুন ২০, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

রংপুরের পীরগাছায় ফেসবুকে অন্তর্বর্তী সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে বিদ্বেষমূলক পোস্ট করার অভিযোগে সদর ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী হিমাংশু বর্মণ হৃদয়কে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) দুপুরে পীরগাছা বাজারে তাঁর দোকান থেকে তাঁকে পুলিশ থানায় নিয়ে যায়। আজ সন্ধ্যা ৭টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তাঁকে থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ চলার খবর জানা গেছে।

জানা গেছে, হিমাংশু পীরগাছা বাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাবেক উপজেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন। বছরখানেক আগে তিনি আওয়ামী লীগে যোগদান করেন।

তিনি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।

সম্প্রতি হিমাংশুর ব্যবসাপ্রতিষ্ঠান ‘কমলিনী জুয়েলার্স’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অন্তর্বর্তী সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে বিদ্বেষমূলক পোস্ট দেওয়া হচ্ছিল। এসব পোস্ট কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার থেকে ফেসবুকে বিভিন্নজন তাঁর পোস্টগুলোর স্ক্রিনশট শেয়ার করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানান। এরই মধ্যে আজ শুক্রবার দুপুরে পীরগাছা থানা-পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, হিমাংশুর বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী প্রচারণা, উসকে দেওয়া এবং জনগণের ভেতরে ক্ষোভ সৃষ্টি করার অভিযোগ রয়েছে। অভিযোগগুলো যাচাই-বাছাইয়ের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রেস বিজ্ঞপ্তি প্রদান করা হবে।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন