Dianta-News-PNG
ঢাকা শনিবার- ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মহর্‌রম ১৪৪৭ রাত ২:৪৬
 

কুড়িগ্রামে ট্রাক্টর চাপায় দুই বোন নিহত

দিগন্ত নিউজঃ
জুন ১৯, ২০২৫ ৯:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম সদর উপজেলায় সড়ক পারাপারের সময় ট্রাক্টরের চাপায় আপন দুই বোন নিহত হয়েছেন।

বুধবার (১৮ জুন) রাত ৮টার দিকে কুড়িগ্রাম-রংপুর সড়কের কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ছিনাই ইউনিয়নের মৃত রহমতের স্ত্রী রোকেয়া এবং কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী এলাকার আমজাদের স্ত্রী পারভীন। তারা দুইজনই আপন বোন ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির একটি ট্রাক্টর তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দিগন্ত নিউজ/নয়ন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তনিউজ.কম ’এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি- আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন Gmail Icon ঠিকানায়।
আজকের সর্বশেষ সবখবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন